বাইক-স্কুটারের পর এবার চালকহীন গাড়ি লঞ্চের পরিকল্পনায় Hero, লঞ্চ কবে

ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) গত ৭ অক্টোবর তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1 লঞ্চ করেছে। দুটি ভ্যারিয়েন্টে এসেছে এটি – V1 Pro ও V1 Plus। দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবার সংস্থার লক্ষ্য ব্যাটারি পরিচালিত বাইকের দিকে। আমেরিকার Zero Motorcycles-এ লগ্নির মাধ্যমে এ বিষয়ে সংস্থার তরফে গত মাসেই নিশ্চিত করা হয়েছিল।

হিরো মোটোকর্প জানিয়েছে বৈদ্যুতিক মোটরসাইকেলের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অর্থাৎ বিটুবি (B2B) সেগমেন্টের জন্য যান আনার কথা ভাবছে তারা। এমনকি অটোনোমাস ভেহিকেল বা চালকহীন গাড়ির কথাও উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, হাই-পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেল, বিজনেস টু বিজনেস ভেহিকেল, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স এবং অটোমাস ভেহিকেল আমাদের পরিকল্পনার অংশ। যদিও লঞ্চ কবে হবে, সে বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।

এছাড়াও দু’চাকা বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় নিজেদের পরিসীমা অধিক সম্প্রসারণের চিন্তাভাবনাও করছে Splendor নির্মাতা। যেমন, গাড়ি ভাড়ায় খাটানো, ব্যাটারি লিজে দেওয়া ইত্যাদি। সংস্থাটি আবার এই পণ্যগুলির উপর বীমা এবং ওয়ারেন্টি অফার করবে।  Vida V1 -এ রিমোট ডায়াগনস্টিক, ডোর স্টেপ আসিস্টেন্স সহ আরও অন্যান্য সুবিধা দেবে হিরো।

প্রসঙ্গত, Vida V1 হাতেগোনা কয়েকটি শহরে লঞ্চ করেছে হিরো। যেমন দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুর। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে আরো আটটি শহরের গ্রাহকদের এই স্কুটারটি কেনার সুবিধা দিতে চলেছে সংস্থা। আগামী অর্থবর্ষের মধ্যে স্কুটারটি আরও বেশি সংখ্যক শহরে পদার্পণের সাথে এর ডেলিভারিও শুরু করা হবে বলে জানানো হয়েছে।