Hero-র প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1 এর ডেলিভারি শুরু, 165 কিমি রেঞ্জ শুনে শোরুমে ভিড়

এ বছর পুজোর মরসুমে অর্থাৎ অক্টোবরে দেশের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1 লঞ্চ করেছিল। বছরের অন্তিমে এসে এবারে সংস্থার সাব-ব্র্যান্ড ভিডা (Vida) তাদের ই-স্কুটারের ডেলিভারি শুরু করল। ৭ অক্টোবর লঞ্চের সময় বেঙ্গালুরুর গ্রাহকদের হাতে সর্বপ্রথম পরিবেশবান্ধব এই স্কুটারের চাবি তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কথা মতো এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ২৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে স্কুটারটি। বর্তমানে Hero Vida V1 দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Vida V1 Plus ও Vida V1 Pro। এদের দাম যথাক্রমে ১.৩৫ লক্ষ টাকা ও ১.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। V1 Plus-এর ব্যাটারি ক্যাপাসিটি ৩.৪৪ কিলোওয়াট আওয়ার এবং V1 Pro-এর ৩.৯৪ কিলোওয়াট আওয়ার। এতে ডুয়েল ব্যাটারি প্যাক হিসেবে উপস্থিত যথাক্রমে ১.৭২ কিলোওয়াট আওয়ার এবং ১.৯৭ কিলোওয়াট আওয়ার।

হিরো ভিডা ভি১ প্লাস ও ভিডা ভি১ প্রো-এর রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিলোমিটার ও ১৬৫ কিলোমিটার। প্রো মডেলটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.২ সেকেন্ডে তুলতে পারবে। প্লাস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সময় লাগবে ৩.৪ সেকেন্ড। এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও পবন মুঞ্জল বলেন, “Vida মানে জীবন, এবং আজ আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিডা-র সাথে আমাদের দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ ভিত্তিক গতিশীলতার ধারা স্থাপন করা, যা গ্রাহকদের পাশাপাশি বিশ্বের জন্যও উপকারী হবে।”

Hero Vida V1-এর ফিচারের তালিকায় রয়েছে এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, ওটিএ সাপোর্ট সহ ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ, ৪জি, ওয়াই-ফাই, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, জিওফেন্স, ট্র্যাক মাই বাইক, ভেহিকেল ডায়াগনস্টিকস, ক্রুজ কন্ট্রোল, এসওএস ওয়ার্নিং, রিজেনারেটিভ ব্রেকিং এবং উভয় ভ্যারিয়েন্টে রিভার্স ফাংশন।