Hero Vida V1: হতাশ হবেন শুনলে, যে 3 কারণে হিরোর প্রথম ইলেকট্রিক স্কুটার কিনলে লোকসান

ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে সদ্য পা রেখেছে জীবাশ্ম জ্বালানির স্কুটার ও মোটরসাইকেলের বৃহত্তম সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। নতুন ইলেকট্রিক স্কুটারটির নামকরণ করা হয়েছে Hero Vida V1। এটি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – Vida V1 Plus ও Vida V1 Pro। প্রাথমিক পর্যায়ে দিল্লি, ব্যাঙ্গালুরু এবং জয়পুরের সংস্থার শোরুম থেকে কেনার সুবিধা দেওয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে আরও আটটি শহরে ক্রেতারা স্কুটারটি কিনতে পারবেন বলে ঘোষণা করেছে হিরো মোটোকর্প। এদিকে আজ থেকেই ২,৪৯৯ টাকার বিনিময়ে বুকিং শুরু হয়েছে। একাধিক ভালো দিক থাকলেও Hero Vida V1-এ কয়েকটি অসুবিধা রয়েছে। যা জানলে গ্রাহকরা স্কুটারটি কেনা থেকে আগ্রহ হারাতে পারেন। দেখে নিন সেই দিকগুলি।

Hero Vida V1 উচ্চ মূল্য

সাধারণত হিরো মটোকর্প টু-হুইলারের বাজারে সাশ্রয়ী মূল্যের মডেল নিয়ে আসার জন্য স্বনামধন্য। যে কারণে এদের গ্রাহকের সংখ্যাও সর্বাধিক। কিন্তু সংসার প্রথম ইলেকট্রিক স্কুটার V1 সেই চিরাচরিত প্রথায় বিঘ্ন ঘটিয়েছে। দামের বিচারে এটি যথেষ্ট ব্যয়বহুল। স্কুটারটির V1 Plus ও V1 Pro ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বলার অপেক্ষা রাখে না, উল্লিখিত দামের কারণে বর্তমানে এটি ভারতের সর্বাধিক মূল্যের স্কুটারের মধ্যে একটি হয়ে উঠেছে।

Hero Vida V1 লিমিটেড রেঞ্জ

এত দাম হওয়া সত্ত্বেও স্কুটারটির রেঞ্জ তুলনামূলক কম বলা যায়। কারণ এই একই মূল্যে এদেশে ২০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেয়, এমন বেশকিছু মডেল উপলব্ধ রয়েছে। সেখানে V1 Plus ও V1 Pro মডেল দুটি সিঙ্গেল চার্জে যথাক্রমে ১৪৩ কিমি ও ১৬৫ কিমি পথ চলতে পারে।

Hero Vida V1 ডিসেম্বরে ডেলিভারি

১০ অক্টোবর অর্থাৎ আজ থেকে স্কুটারটির বুকিং গ্রহণ শুরু হয়েছে। কিন্তু স্কুটারটির ডেলিভারি ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করার কথা ঘোষণা করেছে হিরো মোটোকর্প। ফলে যে সকল গ্রাহক হিরোর স্কুটারে চেপে এ বছর দিওয়ালিতে ঘোরার কথা ভেবেছিলেন, তাদের জন্য দুঃসংবাদ বৈকি। এর চাবি হাতে পেতে কমপক্ষে ৬০ দিন অপেক্ষা করতে হবে।