Hero Vida V1 Pro নাকি Ola S1 Pro? কোন ইলেকট্রিক স্কুটার কেনা বেশি বুদ্ধিমানের কাজ, দেখুন

দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হিরো মটোকর্প গত সপ্তাহে ইলেকট্রিক স্কুটারের জগতে পা রেখেছে। লঞ্চ করেছে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার Vida V1। ভিডা নামে একটি আলাদা সাব ব্র্যান্ড প্রতিষ্ঠা করে বাজারে আনা হয়েছে এটি। উপলব্ধ দুটি আলাদা ভ্যারিয়েন্টে মিলবে। প্রথমটি V1 Plus আর দ্বিতীয়টি লং রেঞ্জ মডেল V1 Pro। এদিকে প্রো ভার্সনটির প্রতিপক্ষ রূপে Ola S1 Pro বাজারে রাজ করছে৷ কিন্তু হিরোর মতো স্বনামধন্য সংস্থার সমর্থনে লড়াই যে জোরদার হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রতিবেদনে দু’টি মডেলের নানা বিষয়ের তুলনা রইল। যাতে বোঝা যায় কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ‌।

Ola S1 Pro vs Vida V1 Pro ডিজাইন

ওলা স্কুটারের ডিজাইন মিনিমালিস্টিক। সামনে টুইন হেডল্যাম্প এবং আয়তকার এলইডি ডিআরএল রয়েছে। কম্প্যাক্ট আকারের কারণে ওলা এস১ প্রো অত্যন্ত সিটি ফ্রেন্ডলি বৈদ্যুতিক স্কুটার। অন্য দিকে, ভিডা ভি১ প্রো সিম্পল কিন্তু প্র্যাকটিক্যাল ডিজাইন পেয়েছে। সাইড প্রোফাইল ততটা দেখতে ভাল না হলেও ফ্রন্ট ও রিয়ার লুক খুব আকর্ষণীয়।

Ola S1 Pro vs Vida V1 Pro স্পেসিফিকেশন

ওলা এস১ প্রো বাজারের অন্যতম দ্রুততম স্কুটার। এটি ১১ বিএইচপি ও ৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। টপ স্পিড ১১৫ কিমি/ঘন্টা এবং ৫ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা স্পিডে পৌঁছয়। অন্য দিকে, হিরো ভিডা ভি১ প্রো ৮ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং টপ স্পিড ঘন্টা প্রতি ৮০ কিমি। ০-৪০ কিমি/ঘন্টা স্পিড তুলতে ৩.৪ সেকেন্ড সময় লাগবে।

রেঞ্জের কথা বললে, ওলা এস১ প্রো ৩.৯৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পেয়েছে, যার রেঞ্জ ১৮১ কিমি‌‌। তবে ইকো মোডে অনেকে ২০০ কিমি চালাতে পেরেছেন বলেও দাবি করেছেন। ফুল চার্জ হতে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে। অন্য দিকে, ভিডা ভি১ প্রো এর ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির রেঞ্জ ১৬৫ কিমি। হোম চার্জারে ফুল চার্জ করতে প্রায় ছয় ঘন্টা সময় নেবে। হিরোর ব্যাটারি স্কুটার থেকে খোলা গেলেও ওলা সে সুবিধা দেয় না।

Ola S1 Pro vs Vida V1 Pro ফিচার্স

টু-হুইলার বা ফোর-হুইলার ফিচার বরাবরই গুরুত্বপূর্ণ। ওলার বৈদ্যুতিক স্কুটার হিল হোল্ড অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মিউজিক প্লে-ব্ল্যাক, রিভার্স মোড-সহ এসেছে‌‌। অন্য দিকে, ভিডা ভি১ প্রো মডেলটিও ৭ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, কীলেস অপারেশন, রাইডিং মোড, এবং কানেক্টেড ফিচার পেয়েছে। তবে ওলা দিওয়ালিতে নতুন সফটওয়্যার রোলআউট করে একঝাঁক নতুন বৈশিষ্ট্য যোগ করবে।

Ola S1 Pro vs Vida V1 Pro মূল্য ও লভ্যতা

এই মুহূর্তে ওলা এস১ প্রো-র দাম ১.৫০ লক্ষ টাকা (ফেস্টিভ ডিসকাউন্ট বাদে)। উপলব্ধ গোটা দেশজুড়ে। অন্য দিকে, ভিডা ভি১ প্রো-র দাম ১.৬৭ লক্ষ টাকা রাখা হয়েছে। এখন শুধু বেঙ্গালুরু, দিল্লি, এবং জয়পুরে উপলব্ধ হলেও আগামীতে আরও শহরে লঞ্চ করা হবে‌।