Hero ও Yamaha জোট বেঁধে ভারতে ইলেকট্রিক সাইকেলের মোটর তৈরি করবে

পাঞ্জাবের লুধিয়ানার কারখানায় বিগত কয়েক দশক ধরে নানা রকম সাইকেলের উৎপাদনের কাজ চালিয়ে আসছে হিরো। এবার সেই প্ল্যান্টে ই-সাইকেলের ইলেকট্রিক ড্রাইভ ইউনিট তৈরি করার লক্ষ্যে যৌথভাবে কাজ শুরু করল হিরো মোটরস এবং জাপানের সংস্থা ইয়ামাহা মোটর কোম্পানি। তাদের নতুন জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থার নাম দেওয়া হয়েছে HYM Drive Systems। উল্লেখ্য, লুধিয়ানাতে অবস্থিত Hero E-Cycle Valley একটি উচ্চমানের প্রোডাকশন প্ল্যান্ট যেখানে প্রিমিয়া পুশ বাইক সারা বিশ্বের বাজারের জন্যই প্রস্তুত করা হয়।

HYM Drive Systems-র লক্ষ্যই হল বিশ্বমানের প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রাংশের উৎপাদনের পাশাপাশি ইন-হাউজ মোটর অ্যাসেম্বলি। সম্পূর্ণ প্রক্রিয়াটি কয়েকটি ফেজ অর্থাৎ ধাপে সম্পন্ন হবে। প্রথমে ২০২৩ সালের প্রথম অর্ধেই প্রতি বছর ৩ লক্ষ মোটর তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। দ্বিতীয় পর্যায়ে এই উৎপাদন ক্ষমতা বাড়িয়ে বছর পিছু ১০ লক্ষ করার ভাবনা রয়েছে তাদের।

এই সমস্ত উৎপাদিত প্রোডাক্টের বিক্রির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে থাকা হিরো এবং ইয়ামাহার নিজস্ব যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থার নেটওয়ার্ককে ব্যবহার করা হবে। হিরো মোটরের চেয়ারম্যান পঙ্কজ মুঞ্জল এই নতুন ফ্যাসিলিটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইয়ামাহা মোটর কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিকরা সহ অন্যান্য অংশীদাররা। ২০১৯ সালের সেপ্টেম্বরে ব্যাটারি চালিত সাইকেল উৎপাদনের ব্যাপারে হিরো এবং ইয়ামাহার মধ্যে যে যৌথ সহবাস্থানের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই পরবর্তী ধাপ হল এই জয়েন্ট ভেঞ্চার।

এই প্রসঙ্গে পঙ্কজ মুঞ্জল বলেন, “ভারতবর্ষে দাঁড়িয়ে ইয়ামাহার সঙ্গে যৌথভাবে করা এই পরিকল্পনা আন্তর্জাতিক বাজারের বৈদ্যুতিক সাইকেল তৈরীর ডিজাইন এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। HMC Envisions India আগামীতে ইলেকট্রিক সাইকেল ও ড্রাইভ সিস্টেমের জন্য আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এক দশকেরও বেশি সময় ধরে ই-বাইসাইকেলের বাজার দুই সংখ্যায় উন্নতির সাক্ষী থেকেছে এই দেশ এবং অদূর ভবিষ্যতেও এই গতিতেই এগোবে তার জয়যাত্রা।”

তিনি যোগ করেন, আগামীতে ইলেকট্রিক মবিলিটির ক্ষেত্রে বিশ্বের দরবারে ভারতবর্ষকে শীর্ষস্থানে পৌঁছে দিতে হিরো মোটরস ২০২৩ সালেই একটি টেকনিক্যাল সেন্টার তৈরি করবে। এখানে ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ বৈদ্যুতিক ড্রাইভ ইউনিট এবং বৈদ্যুতিক মোটরের পাশাপাশি ব্যাটারি, কন্ট্রোলার, চার্জার, ডিসপ্লে, সেন্সর এবং বিভিন্ন কানেক্ট অ্যাপ্লিকেশন গড়ে তোলা হবে।”

অন্যদিকে ইয়ামাহার জেনারেল ম্যানেজার ওকুবো বলেন, “অতিমারির চোখ রাঙানির মধ্যেও হিরোর সঙ্গে যৌথ সহাবস্থানে এত স্বাচ্ছন্দে এই নতুন উৎপাদন পরিকাঠামো চালু করতে পেরে আমরা খুবই উচ্চশিত। এই পার্টনারশিপের প্রধান লক্ষ্যই হল ই-সাইকেলের ক্ষেত্রে উন্নতি ঘটানো এবং এর গ্রাহকদের পর্যাপ্ত চাহিদা পূরণ করা।”