Honda Activa Electric স্কুটার ভারতে আসছে মার্চে, টপ স্পিড কত হবে জেনে নিন

দেশের ইলেকট্রিক স্কুটার মার্কেটে এবার পদার্পণ করতে চলেছে বিশ্বের অন্যতম বড় দু’চাকা গাড়ি নির্মাতা হোন্ডা (Honda)। ২০২৪ সালের মার্চের মধ্যেই ভারতে সংস্থাটি তাদের প্রথম ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এদেশের ভারতের বাজারে লেটেস্ট ফিচার-সহ Activa H-Smart ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে তারা। যা Activa 6G মডেলের চাবিহীন স্মার্ট সংস্করণ। এই স্কুটারটির লঞ্চের অনুষ্ঠানে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আত্সুসি অগাটা আগামী দিনে ভারতের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটারের আগমনের রূপরেখা সম্পর্কে খানিকটা আভাস দেন।

তিনি বলেন, “জাপানে থাকা হোন্ডার বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে এ দেশেই তৈরি করা হবে ইলেকট্রিক টু-হুইলার। এবং আমাদের লক্ষ হল আগামী বছরের এই সময়ের মধ্যেই প্রথম স্কুটারটি তৈরি করে ফেলা এবং তা অবশ্যই ২০২৩-২০২৪ অর্থবর্ষের মধ্যেই হবে।” এর পাশাপাশি তাঁর দাবি ই-স্কুটারটি অ্যাক্টিভার উপর বেস করেই গড়ে তোলা হবে। ফিক্সড ব্যাটারিযুক্ত এই Activa EV ঘন্টা প্রতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার স্পিড তুলতে পারবে।

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক ভার্সন লঞ্চ করার পরেই সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর নির্মিত আরেকটি ব্যাটারি চালিত স্কুটার আনবে তারা। সেই মডেলটিতে পরিবর্তনযোগ্য ব্যাটারি প্যাক থাকায় তা বর্তমানের বাজার কাঁপানো অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতোই উন্নত পারফরমেন্স প্রদান করতে পারবে। হোন্ডার তৈরি বৈদ্যুতিক স্কুটারটি অবশ্যই Ola S1, Ather 450X, TVS iQube এর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে।

Activa H-Smart এর লঞ্চ ইভেন্টে এসে ভারতের জন্য হোন্ডার পরিকল্পনা প্রসঙ্গে সংস্থার সিইও আরো বলেন যে, “বিগত ছয় মাস ধরেই দেশীয়ভাবে ইলেকট্রিক মোটরের পাশাপাশি ব্যাটারি তৈরিতে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে হোন্ডা। একই প্ল্যান্টের মধ্যে হাইব্রিড পদ্ধতিতে পেট্রোল চালিত টু-হুইলার উৎপাদনের পাশাপাশি ইভি তৈরি করার ব্যবস্থাপনা তৈরি করেছি আমরা। এর জন্য ২০২৩-২০২৪ অর্থবর্ষে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে।”

একটি অটো পোর্টালের প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার আগে হোন্ডা দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রায় ৬০০০ টি টাচ পয়েন্টে ব্যাটারি সোয়াপিং সেন্টার বা ব্যাটারি বদল কেন্দ্র গড়ে তুলবে। ভারতে তাদের নিজস্ব কারখানায় তৈরি করবে বৈদ্যুতিক মোটরও। যদিও হোন্ডার বিশ্বাস আগামী দিনেও চিরাচরিত পেট্রোল চালিত স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে জারি থাকবে।