এই চমৎকার ইলেকট্রিক বাইকের টেস্ট রাইড 25 নভেম্বর শুরু, এক চার্জে 150 কিমি, কিনতে হলে পড়ুন

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ হপ ইলেকট্রিক (HOP Electric) সম্প্রতি তাদের বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছে। যার নামকরণ হয়েছে OXO। ডেলিভারি শুরু করার আগে এবার দেশের ৫০টি শহরে ই-বাইকটির টেস্ট রাইড কর্মসূচির সূচনা করতে চলেছে তারা। শহরগুলির মধ্যে অন্তর্ভুক্ত দিল্লি, পুণে জয়পুর, প্রভৃতি। ইতিমধ্যেই বাইকটি ৬,০০০-এর বেশি বুকিং পেয়েছে। আবার ১০,০০০ বেশি মানুষ OXO কিনতে আগ্রহ দেখিয়েছেন।

বর্তমানে একটি ইলেকট্রিক মোটরবাইকের পাশাপাশি হপের ঝুলিতে রয়েছে দুটি বৈদ্যুতিক স্কুটার – HOP Leo ও HOP Lyf। দু’টি মডেলের প্রতিটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়। সংস্থার নিজস্ব চার্জিং পরিকাঠামো ‘হপ এনার্জি নেটওয়ার্ক’ থেকে চার্জিং পরিষেবা পায় এরা। আগামী তিন বছরের মধ্যে কমপক্ষে দশটি নতুন প্রোডাক্ট লঞ্চের চিন্তাভাবনা করছে সংস্থাটি।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রথম ব্যাচে ২,৫০০ এর বেশি ইউনিট তৈরি হয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের ফেম-টু এবং নতুন গাইডলাইন লাগু হওয়ার ফলে গ্রাহকদের ডেলিভারি দিতে বিলম্ব হচ্ছে। হপ ইলেকট্রিকের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও কেতন মেহতা বলেন, “যেহেতু HOP OXO সর্বাধিক সুরক্ষা এবং পারফরম্যান্সের বিধি মেনে তৈরি হয়েছে, তাই সরকারের নতুন নিয়ম মেনে এটি বাজারে নিয়ে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

স্পেসিফিকেশনের কথা বললে, Hop Oxo তিনটি রাইডিং মোডের সাথে এসেছে – ইকো, পাওয়ার এবং স্পোর্ট। তবে X ভ্যারিয়েন্ট অতিরিক্ত হিসেবে টার্বো মোড পেয়েছে। এতে ৩.৭৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে ৬.২ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর আছে। সংস্থার দাবি, সম্পূর্ণ চার্জে বাস্তবিক পরিস্থিতিতে বাইকটি ১৫০ কিলোমিটার রেঞ্জ অফার করবে।

Oxo X টার্বো মোডে ঘন্টা প্রতি সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এটি ০-৪০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে ৪ সেকেন্ড সময় নেবে। আবার ১৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট দ্বারা ০-৮০% চার্জ হতে ৪ ঘন্টা লাগবে। ই-বাইকটির প্রারম্ভিক মূল্য ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং আরও উন্নত Oxo X মডেলের দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।