সদ্য লঞ্চ হওয়া Hop Oxo নাকি Oben Rorr, কোন ইলেকট্রিক বাইক কিনলে লাভ বেশি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Hop Oxo। দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে মডেলটি – Oxo ও Oxo X। ১৫০ কিমি রেঞ্জের বৈদ্যুতিক বাইকটির দাম ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এদিকে ক’মাস আগে ভারতে লঞ্চ হয়েছে আরেক ই-বাইক Oben Rorr। যার বাস্তবিক রেঞ্জ ২০০ কিমি বলে দাবি করা হয়েছে। এখন প্রশ্ন, কোন মডেলটি স্পেসিফিকেশন ও দামের বিচারে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Hop Oxo vs Oben Rorr স্পেসিফিকেশন

Hop Oxo ইলেকট্রিক মোটরসাইকেলটি একটি ৭২ ভোল্ট আর্কিটেকচারের উপর ভিত্তি করে এসেছে। যার সাথে সংযুক্ত একটি ৬২০০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এর আউটপুট ২০০ এনএম। এতে রয়েছে একটি ৩.৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ১৫০ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। টার্বো মোডে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি এবং ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় নেবে ৪ সেকেন্ড।

Oxo-তে উপস্থিত তিনটি রাইডিং মোড – ইকো, পাওয়ার এবং স্পোর্ট। সংস্থার দাবি, একটি ১৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেটে পোর্টেবল স্মার্ট চার্জার দ্বারা মডেলটি চার্জ করা যাবে। আবার ০-৮০% চার্জ চার ঘন্টার কম সময়ে করা যাবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, Oben Rorr একটি ১০০০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর সহ উপলব্ধ। যা মোটরসাইকেলটিকে ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সাহায্য করে। এতে ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৩ সেকেন্ড। ৪.৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক সিঙ্গেল চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জের প্রতিশ্রুতি দেয়। আবার ব্যাটারিটি শূন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে দু’ঘণ্টা সময় লাগে। এতেও রয়েছে একাধিক রাইডিং মোড।

Hop Oxo vs Oben Rorr দাম

Hop Oxo-র স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম মডেল দুটির দাম যথাক্রমে ১.২৫ লাখ টাকা ও ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে Oben Rorr কিনতে খরচ পড়ে অনেকটাই কম, যা ১.০২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উপরের আলোচনা থেকে বলা যায় দাম এবং স্পেসিফিকেশন, সবদিক থেকেই Hop Oxo-কে পেছনে ফেলেছে Oben Rorr।