কোয়াড ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A72, রয়েছে শক্তিশালী ব্যাটারিও

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আজ Samsung প্রত্যাশামতো Galaxy A52 স্মার্টফৈনের পাশাপাশি Galaxy A72 লঞ্চ করেছে। 4G কানেক্টিভিটির সাথে আসা স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনে আছে IP67 রেটিং। এছাড়াও এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে শক্তিশালী ক্যামেরা, দৃষ্টিনন্দন ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Samsung Galaxy A72 ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

Samsung Galaxy A72 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লের সঙ্গে এসেছে৷ এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার অক্টা কোর (২.৩ গিগাহার্টজ ডুয়েল কোর + ১.৮ গিগাহার্টজ অক্টা কোর) প্রসেসরের পাশাপাশি ফোনে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Samsung Galaxy A72 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্টের সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম ও OIS সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সিকিওরিটির জন্য ফোনের ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পাওয়ার ব্যাকপের জন্য ফোনে পাওয়া যাবে ৫০০০ এমএএএইচ ব্যাটারি। এর সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সাউন্ডের জন্য ফোনে ডলবি এটমস সাপোর্টেড স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। আবার ফোনটি IP67 ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্স রেটিংযুক্ত। এই ফোনের ওজন ২০৩ গ্রাম।

Samsung Galaxy A72 এর দাম

স্যামসাং গ্যালাক্সি এ৭২-র দাম শুরু হচ্ছে ৪৪৯ ইউরো (প্রায় ৩৮,৮০০ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।ফোনটি অওসম ব্ল্যাক, অওসম ব্লু, অওসম ভায়োলেট, এবং অওসম হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ভারতে এর দাম ও উপলভ্যতার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন