Hyundai এর দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি ভারতে আত্মপ্রকাশ করল, 481 কিমি মাইলেজ

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Hyundai এ দেশে তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি Ioniq 5 এর উপর থেকেই পর্দা সরালো। গাড়িটির উদ্বোধন অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ঘোষণা করেছে যে, ২০২৩ এর জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত অটো এক্সপোতেই ফ্ল্যাগশিপ Ioniq 5 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে। আগ্রহীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ১ লক্ষ টাকা অগ্রিম জমা করে নতুন এই মডেলটির জন্য প্রি-বুকিং করতে পারেন।

Hyundai Ioniq 5: ইঞ্জিন ও স্পেসিফিকেশন

হুন্ডাই আয়োনিক ৫ এর মেকানিক্যাল স্পেসিফিকেশন এখনও স্পষ্ট করা হয়নি। তবে অনুমান, বিশ্ববাজারের মতো এতে ৫৮ কিলোওয়াট আওয়ার কিংবা ৭২.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। কম শক্তিশালী ব্যাটারিটি দিয়ে এক চার্জে ৩৮৩ কিমি চলা সম্ভব হলেও বড় ব্যাটারিটি দিয়ে ফুল চার্জে ৪৮১ কিমি পথ চলতে সক্ষম হবে বলে দাবি করেছিল হুন্ডাই।

হুন্ডাই আয়োনিক ৫ রিয়ার হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ উভয় ভার্সনেই উপলব্ধ হবে। সে ক্ষেত্রে ৫৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতাযুক্ত ব্যাটারি প্যাক সমৃদ্ধ মডেলের আউটপুট যথাক্রমে ১৭০ এইচপি ও ২৩৩ এইচপি। তবে ৭২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারির প্যাক যুক্ত সংস্করণটিতে রিয়ার হুইল ড্রাইভ মোটর ২১৭ এইচপি পাওয়ার উৎপন্ন করলেও অল হুইল ড্রাইভ থেকে ৩০৫ এইচপি শক্তি পাওয়া যাবে। হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি ৮০০ ভোল্ট পর্যন্ত সুপারফাস্ট চার্জ গ্রহণ করতে পারে। এই ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ১৮ মিনিটেই ব্যাটারি ১০-৮০% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

Hyundai Ioniq 5: মূল্য

Ioniq 5 মডেলটি এদেশের মাটিতে CKD ইউনিট হিসেবে আসবে অর্থাৎ ভারতেই এর সমস্ত যন্ত্রাংশ অ্যাসেম্বল করা হবে। অন্যদিকে এর জাত ভাই Kia EV6 মডেলটি কমপ্লিট বিল্ড ইউনিট হিসেবে সরাসরি আমদানি করা হয় আমাদের দেশে। সে কারণেই Kia EV6-র তুলনায় Ioniq 5-র মূল্য বেশ কম হবে তা ধারণা করা যায়। বর্তমানে এদেশে Kia EV6 গাড়িটির বাজার মূল্য ৫৯.৯৬ লাখ টাকা। এই মডেলটি CBU হিসাবে আসায় অনেক ধরনের ট্যাক্স চাপানো হয় তার উপর। তবে Ioniq 5 মডেলটি CKD ইউনিট হওয়ায় এর দাম ৫০ লক্ষ টাকার মধ্যে হবে বলেই মনে করা হচ্ছে।

Hyundai Ioniq 5: পুরস্কারের তালিকা

২০১৯ সালে আয়োজিত ফ্রাঙ্কফুর্ট মোটর শো তে প্রথমবারের জন্য আমরা দেখা পেয়েছিলাম Ioniq 5-র, যদিও তখন তা 45 EV কনসেপ্ট নামে এসেছিল। এই কয়েক বছরের মধ্যে হুন্ডাইয়ের এই মডেলটি বেশকিছু পুরস্কার জিততে সক্ষম হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২২ সালের ওয়ার্ল্ড কার অফ দা ইয়ার অ্যাওয়ার্ড, ওয়াল্ড ডিজাইন অফ দা ইয়ার এবং ওয়ার্ল্ড ইলেকট্রিক কার অফ দা ইয়ার অ্যাওয়ার্ড।