OnePlus 9RT এর সাথে ১৩ অক্টোবর লঞ্চ হবে OnePlus Buds Z2 ওয়্যারলেস ইয়ারফোন

সমস্ত জল্পনার অবসান। আগামী ১৩ অক্টোবর চীনের বাজারে OnePlus 9R-এর আপগ্রেড ভার্সন OnePlus 9RT স্মার্টফোনের সাথেই লঞ্চ হতে চলেছে OnePlus Buds Z2 ইয়ারবাডটি। চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতাটি সম্প্রতি উইবোতে (মাইক্রো ব্লগিং সাইট) একটি টিজার পোস্ট করেছে, সেখানে OnePlus Buds Z2 এর লঞ্চের তারিখ উল্লেখ রয়েছে। লঞ্চ ইভেন্টটি আগামী ১৩ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ নাগাদ চীনে (ভারতীয় সময় বিকেল ৫ টা) অনুষ্ঠিত হতে চলেছে।

প্রসঙ্গত, টিপস্টার ইভান ব্লাস কয়েকদিন আগেই OnePlus Buds Z2 ইয়ারবাডটির রিটেইল বক্সের ছবি ফাঁস করেছিলেন। জানা গিয়েছিল, ইয়ারবাডটি ফাস্ট চার্জিংয়ের জন্য একটি লাল রঙের ইউএসবি টাইপ-সি কেবল পাবে। এছাড়া, আসন্ন ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি সাদা ও কালো রঙের ভ্যারিয়েন্টে আসতে পারে।

OnePlus Buds Z2 সম্ভাব্য ফিচার

সম্প্রতি, আরেকজন টিপস্টার ম্যাক্স জ্যামবর ওয়ানপ্লাস বাডস জেড২ এর কয়েকটি উল্লেখযোগ্য ফিচার সামনে এনেছেন। তার দাবি, ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাথে আসবে, যেটি অরিজিনাল Z বাডে ছিল না। আবার কানেক্টিভিটির জন্য থাকবে ব্লুটুথ ভার্সন ৫.২।

টিপস্টারের দাবি, জল ও ধুলোময়লা প্রতিরোধের স্বার্থে বাডটি সম্ভবত আইপি৫৫ রেটিংয়ের সাথে আসতে পারে। এছাড়া থাকবে ডলবি অ্যাটমসের সাপোর্ট। টিপস্টারের দেওয়া তথ্যসূত্র মারফত এও জানা গিয়েছে যে, এটি কালো ও সাদা রঙের দু’টি ভ্যারিয়েন্টে আসতে চলেছে।

ব্যাটারি লাইফের কথা বলতে গেলে, ওয়ানপ্লাস বাড জেড২ একক চার্জে ৭ ঘন্টার ব্যাটারি লাইফ প্রদান করবে। আশা করা হচ্ছে, চার্জিং কেস সহ ব্যবহার করলে সর্বোচ্চ ৩৮ ঘন্টা পর্যন্ত ইয়ারবাডটি কাজ করবে। তাছাড়া থাকবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফলে মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাডটি ৫ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন