Kawasaki এবার ইলেকট্রিক বাইকের জগতে, নিয়ে এল প্রথম EV, ব্যাটারি মডেল বলে মনে হচ্ছে?

কাওয়াসাকি (Kawasaki) শীঘ্রই আন্তর্জাতিক বাজারে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক। সম্প্রতি তার দর্শন পাওয়া গিয়েছে জার্মানিতে অনুষ্ঠিত মোটরসাইকেল ট্রেড ফেয়ার, ইন্টারমট ইভেন্টে। যদিও বাইকটি এখনোও পর্যন্ত প্রোটোটাইপ সংস্করণ অর্থাৎ প্রাথমিক অবস্থায় রয়েছে। এর আগে বাইকটির  এই প্রোটোটাইপ সংস্করণটি গেছিল “সুজুকি ৮ আওয়ার” ইভেন্টে দেখা গিয়েছিল। আগামী ২০২৫ সালের মধ্যে ১০ টির বেশি ইলেকট্রিক ও হাইব্রিড মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে তাদের।

জাপানি এই টু-হুইলার ব্র্যান্ডটির প্রেসিডেন্ট হিরোশি দাবি করেছেন যে ২০২২ সালের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অন্তত তিনটি ব্যাটারি চালিত বাইক লঞ্চ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সম্প্রতি এই মোটরবাইক ইভেন্টে দেখানো প্রোটোটাইপ সংস্করণটি আসলে ভবিষ্যতে তৈরি হওয়ার মডেলগুলির উপরেই নির্মিত। এমনকি এই প্রোটোটাইপ মডেলটি কাওয়াসাকির আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া ন্যাকেড স্ট্রিট বাইক Z250 এর ডিজাইন থেকেই অনুকরণ করে বানানো হয়েছে। খুবই অল্প পরিমান বডি ওয়ার্ক থাকলেও বৃহতাকার ফুয়েল ট্যাঙ্ক এবং অ্যাগ্রেসিভ লুকের হেডলাইট যথেষ্ট নজর কাড়ে।

সাধারণত বেশিরভাগ বৈদ্যুতিক বাইকগুলির ডিজাইন দেখলেই তার সম্পর্কে খানিকটা আন্দাজ করা সম্ভব হয়। তবে কাওয়াসাকির এই প্রোটোটাইপ সংস্করণটির ক্ষেত্রে এই নিয়মটি বলবত নয়। এক ঝলক দেখে অনেকেই একে ইলেকট্রিক ভেহিকেল বলতে নারাজ। এর মধ্যে থাকা বৈদ্যুতিক মোটরটির সাথে চেইন দ্বারা যুক্ত রয়েছে পিছনের চাকা। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। সাসপেনশনের দায়িত্বে টেলিস্কোপিক ফর্ক ও পিছনের  অ্যাবজর্ভার।

বাইকটির সম্পর্কে বিশদে তথ্য এখনো পর্যন্ত কাওয়াসাকি কর্তৃক প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা এই প্রোটোটাইপ সংস্করণটিতে ব্যবহৃত ইলেকট্রিক মোটরটি ১২৫ সিসি পেট্রোল ইঞ্জিনের সমান শক্তি সম্পন্ন। তাই প্রায় ১৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপাদন করার সক্ষমতা থাকবে। ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং টাইম এবং রাইডিং রেঞ্জ সম্পর্কে সমস্ত তথ্য এখনো পর্যন্ত অজানা।

তবে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (ICE) যুক্ত বাইক নিয়ে এখনো কাজ করে চলেছে জাপানি এই টু-হুইলার নির্মাতা। ই-ফুয়েল ও বায়ো ফুয়েল চালিত ইঞ্জিনের পাশাপাশি কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্যে হাইড্রোজেন চালিত ব্যবস্থাপনা নিয়ে গবেষণা চালাচ্ছে তারা। এমনকি এই কাজে অন্য সংস্থার সঙ্গেও জোটবন্ধন এর পথে হেঁটেছে এই সংস্থা।

অন্যদিকে, ভারতের বাজারে সম্প্রতি W175 নামে একটি নতুন বাইক লঞ্চ করেছে কাওয়াসাকি। এর এক্স শোরুম মূল্য ১.৪৭ লাখ টাকা। এই মুহূর্তে ভারতের টু-হুইলারের বাজারে কাওয়াসাকি সবচেয়ে কম দামি বাইকের মুকুট Ninja 300 এর থেকে ছিনিয়ে নিয়েছে W175।