এক চার্জেই 120 কিমি, তেল ভরার খরচ থেকে আজীবন মুক্তি দিতে হাজির এই Electric স্কুটার

হালফিলে ভারতের যানবাহনের বাজারে ক্রেতাদের কেনাকাটায় আমূল পরিবর্তন প্রত্যক্ষ করা যাচ্ছে। একসময় যেখানে পোট্রোল চালিত টু-হুইলার ছাড়া মানুষ বিকল্প জ্বালানির মডেল কী জিনিস, তা জানতেন না। সে জায়গায় পরিবেশ দূষণ ঠেকাতে লোকজন হুড়মুড়িয়ে ইলেকট্রিক স্কুটার ও বাইক কিনছেন। বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে তেমনি এক অন্যতম কার্যকর মডেল হল – Kinetic Zing HSS। ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ডুয়েল ব্যাটারি ক্যাপাসিটি। যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার। নিত্যদিন চলাফেরার জন্য এটি আদর্শ।
Kinetic Zing HSS রেঞ্জ
Kinetic Zing HSS যে কেবল আকর্ষণীয় টপ-স্পিড অফার করে তেমনটাই নয়, পাশাপাশি রেঞ্জের দিক থেকেও এটি ক্রেতাদের হৃদয় জেতার সাহস রাখে। একক চার্জে এটি ১২০ কিলোমিটার পথ চলতে সক্ষম। ফলে যাদের প্রত্যহ দূরবর্তী গন্তব্যে পাড়ি দিতে হয়, তাঁদের জন্য এটি আদর্শ। এতে উপস্থিত ‘মাল্টি ফাংশনাল রিমোট কি’ নিয়ন্ত্রণ সহজ করে তোলার পাশাপাশি লাক্সারি অভিজ্ঞতা দেয়।
অতিরিক্ত ফিচার্স
কাইনেটিক জিঙ্গ এইচএসএস-এর হাইড্রোলিক শক অ্যাবজর্বারটি ভাঙাচোরা রাস্তাতেও মসৃণ রাইডিংয়ের অভিজ্ঞতা দেয়। এতে উপস্থিত ডিস্ক ব্রেক, ভেহিকেল গাইড ইন্ডিকেটর ব্যাটারি লেভেল, যন্ত্রাংশ বিকল হয়ে গেলে, ট্রিপ মিটার, এবং রেডি পার্কিং ইন্ডিকেটর সম্পর্কে জানান দেয়।
চার্জিং টাইম
স্কুটারটিতে উপস্থিত চার্জিং পোর্ট থেকে মোবাইল চার্জ করা যাবে। স্পিড সুইচ হিসেবে তিনটি মোড রয়েছে – নরমাল, ইকো এবং পাওয়ার। আবার এতে ডিটাচেবল ব্যাটারি থাকায় বাড়িতে চার্জ করা খুবই সহজ। লিথিয়াম আয়ন ব্যাটারিটি ৩-৪ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
সুরক্ষা এবং দাম
Kinetic Zing HSS-এ রয়েছে রিমোট কি, যার মাধ্যমে চারটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায় – অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, কিলেস এন্ট্রি, ফাইন্ড মাই স্কুটার অ্যালার্ট এবং লক/আনলক বাটন। ১৫০ কেজি ওজন বহনে সক্ষম ই-স্কুটারটির দাম ৮৮,৮৩৫ টাকা (এক্স-শোরুম)। এতে তিন বছরের ওয়ারেন্টিও অফার করছে কোম্পানি।