বড় ডিসপ্লে থেকে ট্রিপল রিয়ার ক্যামেরা, Samsung Galaxy M34 5G এর ফিচার ফাঁস করে দিল Amazon

Samsung Galaxy M34 5G লঞ্চ-পরবর্তী সময়ে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung ভারতে Galaxy M-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে। সংস্থাটিকে বিগত কয়েকদিন ধরে আলোচ্য লাইনআপের একটি মডেলের জন্য টিজার পোস্টার শেয়ার করতে দেখা যাচ্ছে। যা নিশ্চিত করেছে যে, আসন্ন ফোনটি Samsung Galaxy M34 5G নামে বাজারে আসবে। টিজার রিলিজের পাশাপাশি Samsung তাদের ভারতীয় শাখার আধিকারিক ওয়েবসাইটে উক্ত স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড সাপোর্ট পেজও হালফিলে লাইভ করেছে। যদিও এই ইভেন্ট পেজে ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ দেওয়া হয়নি, তবে এর ডিজাইন টিজ করা হয়েছে। এছাড়া Galaxy M-সিরিজের এই 5G-এনাবল মডেলটিকে লঞ্চ-পরবর্তী সময়ে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, টিপস্টার অভিষেক যাদব (Abhishek Yadav) সম্প্রতি আপকামিং Samsung Galaxy M34 5G স্মার্টফোনের কয়েকটি সম্ভাব্য কী-স্পেসিফিকেশন অনলাইনে শেয়ার করেছেন। যার দৌলতে ডিভাইসটির ডিসপ্লে প্যানেল, ক্যামেরা এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি।

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy M34 5G স্মার্টফোনের কী-ফিচার এবং ডিজাইন

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনকে মিড-রেঞ্জের অধীনে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ফোনটির ডিজাইনও সংস্থার তরফ থেকে হালফিলে টিজ করা হয়েছে। জানা যাচ্ছে ডিভাইসটিকে এদেশে মোট দুটি কালার বিকল্পে পাওয়া যাবে, যথা – ব্লু এবং গ্রীন। আবার একটি টিজার ভিডিও -তে আলোচ্য মডেলের ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা গেছে। এই রিয়ার ক্যামেরা মডিউলে মোট তিনটি বৃত্তাকার কাটআউট লক্ষণীয়, যার প্রতিটিতে একটি করে ক্যামেরা সেন্সর অবস্থান করবে। আর সেন্সরগুলির ঠিক পাশেই থাকবে এলইডি ফ্ল্যাশ। অ্যামাজন দ্বারা গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনটির জন্য লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, এটি কার্ভড ফ্রেম এবং ব্যাক প্যানেলের সাথে আসবে। এছাড়া সাম্প্রতিক একটি টিজার পোস্টার, আলোচ্য হ্যান্ডসেটের বাম প্রান্তে ভলিউম রকার এবং তার ঠিক নীচে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকবে বলে নিশ্চিত করছে।

তদুপরি, টিপস্টার অভিষেক যাদবের সৌজন্যেও স্যামসাংয়ের এই আপকামিং স্মার্টফোনের কয়েকটি সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy M34 5G ফোনটি সম্ভবত বিদ্যমান Galaxy A34 5G মডেলের রিব্যাজড সংস্করণ হবে। এক্ষেত্রে এই ফোনে হয়তো ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস এস-অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিসপ্লের ঠিক উপরে থাকা নচ কাটআউটের মধ্যে ১৩ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করতে পারে। আর ডিভাইসের পেছনে – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

যাইহোক পূর্ববর্তী কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন Samsung Galaxy M34 5G ফোনে হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর থাকবে, যা মূলত ডাইমেনসিটি ৭০৫০ চিপসেটের একটি রিব্র্যান্ডেড ভার্সন। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One uI 5.1) কাস্টম স্কিনে রান করতে পারে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি ৮.২ মিমি পুরু এবং ওজনে প্রায় ১৯৯ গ্রাম হবে বলে আশা করা হচ্ছে।

ভারতে মিড-রেঞ্জের অধীনে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন

স্যামসাং তাদের আপকামিং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনের বিক্রয় মূল্য লঞ্চের সময় ঘোষণা করবে বলে জানিয়েছে। তবে ফাঁস হওয়া ফিচার-সমূহ দেখে আমাদের অনুমান, এদেশে ডিভাইসটির বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,০০০ টাকার কম রাখা হতে পারে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, পূর্বসূরি Samsung Galaxy M33 5G স্মার্টফোনের দাম ভারতে ১৮,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে উত্তরসূরিতে তুলনায় একাধিক অ্যাডভান্স ফিচার থাকায় স্বাভাবিকভাবেই দাম বেশি রাখা হতে পারে।