বাজারে কাঁপাতে LML Star ফিরছে ইলেকট্রিক অবতারে, লঞ্চের এক দিন আগেই ফাঁস স্কুটারের ছবি

৯০-এর দশকে ভারতে দু’চাকার গাড়ির বাজারে একটি কিংবদন্তি নাম ছিল এলএমএল বা লোহিয়া মেশিনারি লিমিটেড। দীর্ঘদিন বাজার দাপানোর পর একসময় আচমকাই সংস্থাটি মার্কেট থেকে হারিয়ে যায়। তবে এবারে ইলেকট্রিক গাড়ির রমরমা বাজার দেখে এলএমএল ইলেকট্রিক (LML Electric) নামে ফের প্রত্যাবর্তন করতে চলেছে তারা। আগামীকাল সংস্থাটি তিনটি নতুন ইলেকট্রিক টু-হুইলার আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে রয়েছে ইলেকট্রিক স্কুটার, মোটরসাইকেল এবং হাইপারবাইক।

অনলাইনে ফাঁস হওয়া ছবিতে এলএমএল এর আপকামিং বৈদ্যুতিক স্কুটারটিকে দেখা গিয়েছে। যার ডিজাইন ফিউচারিস্টিক। অনেকটা ম্যাক্সি স্কুটারের মতো। ভারতে এমন দেখতে ই-স্কুটার নেই বললেই চলে। বাজাজ, ওলা, ওকিনাওয়া, হিরো এবং এথারের স্কুটারের সাথে প্রতিযোগিতা চলবে মডেলটির। উল্লেখ্য, নব্বইয়ের দশকে LML Vespa স্কুটারের চাহিদা ছিল নজরে পড়ার মতো। কিন্তু সময়ের সাথে তাতে ভাটা পড়তে শুরু করে।

LML নব্বইয়ের দশকের শেষে Star নামে এক স্কুটার বাজারে এনেছিল। আসন্ন বৈদ্যুতিক স্কুটারের নামও ওই মডেলের নামে রাখা হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ নামটির ট্রেডমার্ক দাখিল করেছিল সংস্থা। ই-স্কুটারটির ফিচারগুলির সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। যেমন মডেলটির সামনে রয়েছে ব্ল্যাক অ্যাপ্রন ও ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। আশা করা হচ্ছে, এতে ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সহ আরও অন্যান্য কানেক্টিভিটি বৈশিষ্ট্য মিলবে।

LML Star-এ উপস্থিত এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, এলইডি ডিআরএল এবং এলইডি টার্ন ইন্ডিকেটর। দু’চাকাতেই ডিস্ক ব্রেক নজরে পড়েছে। অ্যালয় হুইল সহ টিউবলেস টায়ার যুক্ত এতে। সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মোনোশক উপস্থিত। এদিকে, সংস্থার আসন্ন ইলেকট্রিক বাইকের ছবিও সামনে এসেছে। যা লাল রঙের ট্রেলিস ফ্রেমের উপর নির্মিত। প্যাডেল যুক্ত থাকার কারণে চার্জ ফুরিয়ে গেলে গন্তব্যে পৌঁছতে অসুবিধা হবে না।

উল্লেখ্য, নতুন প্রযুক্তির ইলেকট্রিক ভেহিকেল তৈরির জন্য জার্মান টু-হুইলার কোম্পানি eROCKIT-এর সাথে হাত মিলিয়েছে এলএমএল ইলেকট্রিক। এদিকে বাজারে LML Star-এর প্রতিপক্ষ মডেল ও সংস্থাগুলির মধ্যে রয়েছে TVS iQube, Bajaj Chetak, Ather, Ola Electric, Okinawa, Pure EV এবং Hero Electric।