LML Star: এলএমএল স্টার ইলেকট্রিক স্কুটার অটো এক্সপো-তে আসছে, দেখতে যাবেন নাকি

ভারতে এক সময়কার টু-হুইলারের কিংবদন্তি সংস্থা এলএমএল (LML) দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় দেশীয় বাজারে প্রত্যাবর্তন করেছে। তবে এবারে সংস্থাটি বৈদ্যুতিক স্কুটার আনার তোড়জোড় শুরু করেছে। যেটি আগামী ১১ জানুয়ারি গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ অটো এক্সপো-তে বহু প্রতীক্ষিত ই-স্কুটার Star জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে। যদিও সংস্থাটি গত বছর তাদের ইলেকট্রিক মোটরসাইকেল Moonshot এবং ই-বাইক Orion-এর পাশাপাশি Star এর উপর থেকে পর্দা সরিয়েছে। এদের মধ্যে সবার প্রথমে Star মডেলটির উৎপাদন খুব শীঘ্রই চালু করতে চলেছে সংস্থা এবং ২০২৩-এর মধ্যে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে এটি।

নতুন ইনিংসের শুরুতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এলএমএল। তারা প্রতিশ্রুতি দিয়েছে ভারতের বাজারে বর্তমানে উপলব্ধ ইলেকট্রিক টু-হুইলার থেকেও তাদের আসন্ন মডেলগুলি হাই-এন্ড ফিচার দ্বারা সজ্জিত হয়ে আসবে। এই প্রসঙ্গে সংস্থার এমডি এবং সিইও যোগেশ ভাটিয়া বলেছেন, “আমরা মডেলটি বিশ্বের সামনে উন্মোচন করার ঘোষণা করতে পেরে আনন্দিত।”

তিনি যোগ করেন, “আসন্ন অটো এক্সপো-তে Star ক্রেতা মহলে সমাদৃত হবে। স্টাইলিশ এবং বিভিন্ন মোড সহ স্কুটারগুলি বাজার কাঁপাবে।” তাঁর কথায়, বৈদ্যুতিক গতিশীলতার বাজারে পদার্পণ করার পর তারা তাদের চিন্তাধারা সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে দেবে। তিনি জানান তাদের আসন্ন স্কুটারের ইন্টেলিজেন্ট ফিচার সকলের উৎসাহের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে।”

প্রসঙ্গত, LML Star ইলেকট্রিক স্কুটারে ফিউচারিস্টিক লুক ফুটিয়ে তোলা হয়েছে। ডুয়েল টোন থিম, প্রোজেক্টর হেডল্যাম্প সহ আসবে এটি। এছাড়া নিচের দিকে অনুভূমিক ভাবে প্রতিস্থাপিত ইন্ডিকেটরের দেখা মিলবে। এতে অফার করা হয়েছে ফুল ডিজিটাল স্ক্রিন, রিয়ার শক অ্যাবসর্বার, এবং সিটে রেড হাইলাইট। এছাড়া রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, ইন্টিগ্রেটেড ডিআরএল, রিমুভেবল ব্যাটারি, স্মার্ট ড্যাশবোর্ড, অ্যাম্বিয়েন্ট লাইটিং, পার্ক অ্যাসিস্ট সহ রিভার্স মোড, হিল হোল্ড অ্যাসিস্ট, টায়ার প্রেসার মনিটরিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।