তেল ছাড়াই একটানা 450 কিমি চলতে পারে, 1 দিনেই 400 গাড়ি ডেলিভারি দিলো Mahindra

গত ২২শে মার্চ মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা, নগর হাভেলি, দমন এবং দিউ এই অঞ্চলগুলিতে সাড়ম্বরে পালিত হয়েছে গুড়ি পাড়োয়া। এটি আদতে মারাঠি মতে নববর্ষের উদযাপন। আমাদের এই উপমহাদেশে বিভিন্ন সভ্যতা ও ধর্মের মানুষদের জন্য সারা বছরই কয়েক হাজার ধর্মীয় উৎসব ও রীতিনীতি পালিত হয়ে আসে। তার মধ্য থেকে বড় উৎসবগুলোর কথা মাথায় রেখে বিভিন্ন গাড়ি ও বাইক নির্মাতা নানা ধরনের আকর্ষণীয় অফার হাজির করে। দিন তিনের আগে আমাদের দেশের পশ্চিমের অংশে আয়োজিত ওই উৎসব উপলক্ষে মোট ৪০০টি XUV400 ডেলিভারি দিয়েছে মাহিন্দ্রা। চলুন এই বৈদ্যুতিক গাড়ির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Mahindra XUV400: ভ্যারিয়েন্ট ও ব্যাটারি প্যাক

দেশীয় গাড়ি নির্মাতা মাহিন্দ্রার তৈরি প্রথম বৈদ্যুতিক এসইউভি মডেল হল XUV400। এটি EC ও EL নামের দুটি আলাদা ভ্যারিয়েন্ট। প্রথমটি ৩৪.৫ কিলোওয়াট আওয়ারের ছোট ব্যাটারি প্যাক সমৃদ্ধ এবং এক চার্জে ৩৭৫ কিমি রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে ৩৯.৪ কিলোওয়াট আওয়ারের বড় ব্যাটারি প্যাক যুক্ত EL ভার্সনে প্রায় ৪৫৬ কিমি রেঞ্জ মেলে।

Mahindra delivers 400 units

Mahindra XUV400: পাওয়ার

ব্যাটারি প্যাক আলাদা ব্যবহৃত হলেও সবকটি মডেলেই সমমানের এবং সমসক্ষমতা যুক্ত ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে মাহিন্দ্রা। এই মোটরটি থেকে জেনারেট হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১২৮ বিএইচপি এবং ৩১০ এনএম। মাত্র ৮.৩ সেকেন্ডেই সম্পূর্ণ সিতাবস্থা থেকে ১০০কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে এটি। XUV400 এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় ১৫০ কিমি।

Mahindra XUV400: দাম ও ফিচার

গাড়িটির ক্স শোরুম মূল্য প্রাথমিকভাবে ১৫.৯৯ লাখ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ১৮.৯৯ লাখ টাকা পর্যন্ত দাম (এক্স শোরুম) গিয়েছে। লঞ্চ হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই XUV400 এর ঝুলিতে ১৫,০০০ এর বেশি বুকিং জমা পড়ে, যা আক্ষরিক অর্থেই বেশ সন্তোষজনক। টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, ছয়টি এয়ার ব্যাগ, ESP, পার্কিং সেন্সর যুক্ত রিভার্স পার্কিং ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ সহ অনেক ধরনের আধুনিক বৈশিষ্ট্যের সমাহার দেখতে পাওয়া যায় এতে।

Mahindra XUV400: প্রতিপক্ষ

এই মুহূর্তে আমাদের দেশের ইলেকট্রিক গাড়ির জগতে নিজের এক প্লাটফর্ম তৈরি করতে পেরেছে TATA Nexon EV। তাই স্বাভাবিকভাবেই মাহিন্দ্রা XUV400 এর প্রধান প্রতিপক্ষ এই নেক্সন ইভি। যদিও Hyundai Kona এবং MG ZS EV এর মতো জনপ্রিয় গাড়িগুলিও এর বিপক্ষের সারিতেই রয়েছে।