Tata Nexon EV-কে টেক্কা দিতে অস্ত্র শানাচ্ছে Maruti, বাজারে আনতে চলেছে Fronx EV

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে Tata Nexon EV দীর্ঘদিন ধরে নেতৃত্ব প্রদান করে আসছে। গাড়িটির একচ্ছত্র আধিপত্য দেখে জনপ্রিয়তায় ভাগ বসাতে ইতিমধ্যেই আসরে নেমেছে Mahindra XUV400। এবারে নেক্সনের থরহরি কম্প বাড়াতে আরও এক প্রতিপক্ষ আসতে চলেছে। যেটি হল Maruti Suzuki Fronx EV। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেক্সনকে ধরাশায়ী করতে এবার মারুতি সুজুকিও নিজের অস্ত্র শানাচ্ছে।

সম্প্রতি মারুতি সুজুকি ২০৩০-এর মধ্যে বাজারে হাফ ডজন ইলেকট্রিক গাড়ি লঞ্চের ঘোষণা করেছে। ওই ছয়টি মডেলের মধ্যে একটি সম্প্রতি শেষ হওয়া অটো এক্সপো-তে উন্মোচিত হয়েছে। যেটি হল কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি Fronx। আশা করা হচ্ছে, এই মডেলটির ইলেকট্রিক ভার্সন আগামী কয়েক বছরের মধ্যেই এদেশের রাস্তায় পা রাখবে।

Maruti Fronx EV

এখনও পর্যন্ত মারুতি সুজুকি ফ্রনএক্স ইভি-র বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। ডিজাইনের দিক থেকে গাড়িটির সাথে এর পেট্রোল ভার্সনের যথেষ্ট মিল রয়েছে। যা শীঘ্রই এদেশের বাজারে হাজির হবে। তবে ইলেকট্রিক মডেলটিতে কিছু আলাদা ফিচার দেওয়া হতে পারে। তবে উভয় ভার্সনের কেবিন একই থাকবে।

এবারের অটো এক্সপো-তে প্রদর্শিত Fronx-এর পেট্রোল ভার্সনটিতে ডুয়েল টোন ব্ল্যাক এবং পার্পেল থিমের আপহোলস্টেরির দেখা মিলেছিল। তবে আইসিই এবং ইলেকট্রিক ভার্সন দুটির কেবিনে সমান ফিচারের দেওয়া হবে। যেমন – হেড-আপ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ৩৬০ ডিগ্রা পার্কিং ক্যামেরা।

তবে এখনও পর্যন্ত ইলেকট্রিক ভার্সনটির ব্যাটারি এবং মোটর সম্পর্কে কোন বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি। আশা করা হচ্ছে ড্রাইভিং রেঞ্জ এবং পারফর্ম্যান্সের দিক থেকে এটি Tata Nexon EV এবং Mahindra XUV400-কে টক্কর দিতে সক্ষম হবছ। তবে ২০২৫ এর আগে শোরুমে এর দেখা মিলবে না বলে ইঙ্গিত দিয়েছে মারুতি সুজুকি।