পেট্রোল-ডিজেল গাড়ির বাজার দখল করবে ইলেকট্রিক, হাফ ডজন EV লঞ্চের টার্গেট নিল Maruti

বাজারে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের ইঁদুর দৌড়ে পেছনের সারিতে অবস্থান করছে ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। এখনও পর্যন্ত প্রথম মডেলটিও হাজির করতে পারেনি তারা। যেখানে, Tata Motors, Mahindra, Hyundai-এর মারুতির মূল প্রতিপক্ষ সংস্থাগুলি ইতিমধ্যেই একাধিক মডেলের ইভি লঞ্চ করেছে। তবে এবারে ইন্দা-জাপানি সংস্থাটির উচ্চপদস্থ আধিকারিক (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব পরিবেশবান্ধব গাড়ি আনার ক্ষেত্রে আশার আলো দেখালো। ২০৩০-এর মধ্যে বিভিন্ন সেগমেন্টে নিদেনপক্ষে ছয়টি বৈদ্যুতিক গাড়ি আনা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

2030 সালের মধ্যে ছ’টি EV লঞ্চ করবে Maruti Suzuki

উল্লেখ্য, বর্তমানে ভারতের গাড়ির বাজারে ইলেকট্রিক মডেলের শেয়ারের পরিমাণ মাত্র ১ শতাংশ। এ বছর অটো এক্সপো-তে eVX কনসেপ্ট মডেলটি প্রদর্শনের মাধ্যমে ভবিষ্যতের ইভি সম্পর্কে ধারণা দিয়েছে মারুতি। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ইভি ক্ষেত্রে মার্কেট শেয়ারের পরিমাণ ৩% এবং ২০৩০-এর মধ্যে ১৭%-এ পৌছবে বলে বিশ্বাস শশাঙ্কর শ্রীবাস্তবের।

Maruti Suzuki ইলেকট্রিক গাড়ির বাজার দখলের লক্ষ্যে এগোচ্ছে

শ্রীবাস্তব আরও বলেন, “২০৩০-এর মধ্যে বিভিন্ন সেগমেন্টে আমাদের ছয়টি ইলেকট্রিক ভেহিকেল থাকবে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারের শেয়ার মাত্র ১%। ২০২৪-২৫ এর মধ্যে তা ৩% এবং ২০৩০-এর মধ্যে সেটি ১৭% হয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে রাস্তায় চলাচল করা ৬০ লক্ষ গাড়ির মধ্যে ১ লক্ষ হবোব্যাটারি পরিচালিত।”

শ্রীবাস্তব যোগ করেন, দিনে কালে ইলেকট্রিক ভেহিকেল মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠবে, কিন্তু তার সময়কাল সম্পর্কে এখনই ধারনা করা সম্ভব নয়। এটা ঠিক যে বর্তমানে এদেশে বৈদ্যুতিক গাড়ির বাজার দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। চলতি সংস্থার পাশাপাশি Mercedes-Benz, BMW, Audi, Volvo-র মতো কিছু বিলাসবহুল ইভি নির্মাতাও এদেশে তাদের বিভিন্ন মডেল লঞ্চ করেছে। বিক্রির দিক থেকে ভারতীয় গ্রাহকরা এসমস্ত সংস্থাগুলিকে শূন্য হাতে ফেরায়নি।

শ্রীবাস্তবের কথায়, একটি আইসি গাড়ির যদি ১০০ টাকা দাম হয়, সে জায়গায় ইভি মডেলের দাম ১৬০ টাকা। যার কারণ ব্যাটারির উচ্চমূল্য। তিনি গ্রাহকদের ভরসা জুগিয়ে বলেন, মারুতি সুজুকি ব্যাটারির দাম কমানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। একই সাথে এসইউভি গাড়ির পোর্টফোলিও শক্তপোক্ত করার বিষয়টিও তিনি সর্বসমক্ষে জানান।