এক চার্জে 452 কিমি, Tata-কে চাপে ফেলতে MG 4 EV বৈদ্যুতিক গাড়ি জানুয়ারিতে ভারতে আসছে

এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) নতুন বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা অটো এক্সপো-তে তাদের একজোড়া গাড়ির ঝলক দেখাবে। যার মধ্যে একটি হল MG Hector SUV এর আপডেটেড ভার্সন এবং অপরটি দু’দরজা বিশিষ্ট Air EV। আবার সেখানে MG 4 EV মডেলের বৈদ্যুতিক গাড়িটিও উন্মোচন করা হবে। সম্প্রতি এটি ইউরো এনক্যাপ (NCAP)-র ক্র্যাশ টেস্টে ৫-তারার মানপত্র পেয়েছে। সুরক্ষার পরীক্ষায় ইলেকট্রিক গাড়িটি প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৮৭ শতাংশ এবং শিশু যাত্রীদের জন্য ৮০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষিত মডেলটিতে ফ্রন্ট, সাইড চেস্ট এবং সাইড পেলভিক এয়ারব্যাগ, সিট বেল্ট পিটিসনার, সিট বেল্ট লোডলিমিটার এবং সিটবেল্ট রিমাইন্ডার বর্তমান। এই ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়িটির আন্তর্জাতিক মডেলটিতে রয়েছে অত্যাধুনিক সব সুরক্ষা ব্যবস্থা। যেমন – ড্রাইভার অ্যাটেনশন অ্যালার্ট, লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অ্যাক্টিভ এমার্জেন্সি ব্রেকিং, হাই বিম আসিস্ট এবং স্পিড লিমিট অ্যাসিস্ট।

উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও এমজি-র ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়িটি ওটিএ (OTA) আপডেট সহ কানেক্টেড কার টেকনোলজি অফার করে। এছাড়াও উপস্থিত ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, এটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে, ৭-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, অল এলইডি লাইটিং, ওয়্যারলেস চার্জিং সহ আরও অন্যান্য ফিচার।

এমজি ৪ ইভি-র দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৪,২৮৭ মিমি, ১,৮৩৬ মিমি, ১,৫০৬ মিমি এবং ২,৭০৫ মিমি। পাওয়ারট্রেনের প্রসঙ্গে বললে বিশ্ববাজারে গাড়িটি দুটি ব্যাটারির বিকল্পে উপলব্ধ – ৫১ কিলোওয়াট আওয়ার এবং ৬৪ কিলোওয়াট আওয়ার। এদের আউটপুট যথাক্রমে ১৭০ বিএইচপি এবং ২০৩ বিএইচপি। উভয় ভার্সন সিঙ্গেল মোটর, আরডব্লিউডি সিস্টেম এবং ২৫০ এনএম সর্বোচ্চ টর্ক দেয়।

৫১ কিলোওয়াট আওয়ার এবং ৬৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি দুটি একটি ৭ কিলোওয়াট এসি ফাস্ট চার্জারে সম্পূর্ণ চার্জ হতে যথাক্রমে ৭.৫ ঘন্টা এবং ৯ ঘন্টা সময় নেয়। আবার একটি ১৫০ কিলোওয়াট ডিসি চার্জারে যথাক্রমে ৩৫ মিনিট ও ৩৯ মিনিটে ব্যাটারি ১০-৮০% চার্জ হয়ে যায়। সংস্থার দাবি MG 4 EV সম্পূর্ণ চার্জে ৩৫০ কিমি এবং ৪৫২ কিমি রেঞ্জ অফার করে।