Tata Nano-র থেকেও ছোট, দেশের ক্ষুদ্রতম গাড়ি MG Air EV আসছে, 300 কিমি মাইলেজ

দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য গাড়ি নির্মাতা তাদের বৈদ্যুতিক গাড়ি এদেশের বাজারে লঞ্চ করার জন্য যথেষ্ট তৎপর। ভারতবর্ষের লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা ক্ষেত্রের টানে ভিড় জমিয়েছে অনেকেই। তাছাড়াও ভারত সরকারের ইভি পলিসি এই অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য যথেষ্ট। জনপ্রিয় গাড়ি নির্মাতা এমজি (MG) এবার তার দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি Air EV ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এটি সংস্থার সবচেয়ে কম দামি ও বাস্তবিক ব্যবহারের উপযুক্ত একটি কম্প্যাক্ট বৈদ্যুতিক গাড়ি।

মূলত প্রতিদিনের যাতায়াতের কথা ভেবেই বাজারে আসছে এটি। স্বাভাবিকভাবেই ছোট আকারের কম্প্যাক্ট ইলেকট্রিক কার হিসেবে Air EV প্রতিদ্বন্দ্বিতা করবে Tata Tiago EV ও সামনেই আগত eKUV100 এর সাথে। মাত্র ২.৯ মিটার লম্বা এই গাড়িটি ভারতের সবচেয়ে ছোট গাড়ি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আগামী জানুয়ারি মাসে অটো এক্সপো-তে।

MG Air EV এর হুইলবেসের দৈর্ঘ্য ২০১০ মিমি। তুলনা স্বরূপ, Tata Nano-র দৈর্ঘ্য ছিল ৩০৯৯ মিমি। ফলে এত ছোট হওয়ায় MG Air EV-কে শহরের জনবহুল রাস্তায় চালানো যথেষ্ট সহজ হবে। স্বল্পদৈর্ঘ্যের ও বক্সি স্টাইলের MG Air EV যথেষ্টই বোল্ড লুক নিয়ে অবতীর্ণ হবে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এতে ৫০ কিলোওয়াট মোটর থাকতে পারে। এই গাড়িটিতে শক্তিভান্ডার হিসেবে থাকবে ২০-২৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম ফেরো ফসফেট সেলযুক্ত ব্যাটারি প্যাক।

সংস্থার বক্তব্য, এমজি এয়ার ইভি সম্পূর্ণ চার্জে ২০০-৩০০ কিমি পথ চলতে পারবে। এছাড়াও এই কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়িটিতে একের বেশি চার্জিং অপশন উপলব্ধ থাকবে। ছোট সাইজ হওয়া সত্বেও এটি একগুচ্ছ অত্যাধুনিক ফিচারের সঙ্গে আসবে। সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১০.২৫ ইঞ্চির দুটি স্ক্রিন।

এছাড়াও ইনফোটেনমেন্ট সিস্টে ভয়েস কন্ট্রোল, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সুবিধা পাবে। এছাড়াও, ক্লাইমেট কন্ট্রোল, পুশ বাটন স্টার্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, বিদ্যুৎ দ্বারা চালিত ORVM সহ আরো অনেক কিছু থাকবে। ভারতের বাজারে এমজি এয়ার ইভি ইলেকট্রিক গাড়ির এক্স শোরুম মূল্য ৮.৪৯ লাখ টাকা থেকে শুরু হতে পারে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *