MG Comet EV: এক চার্জেই 300 কিমি, Tata Nano-র থেকেও ছোট বৈদ্যুতিক গাড়ি ভারতে আসছে মার্চে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনের মাস অর্থাৎ এপ্রিলে ভারতের বাজারে পা রাখতে চলেছে দেশের ক্ষুদ্রতম ইলেকট্রিক গাড়ি MG Comet। ব্রিটিশ সংস্থা এমজি মোটরস (MG Motors) সম্প্রতি তাদের দুই দরজা বিশিষ্ট এই পুঁচকে গাড়িটির ছবি প্রকাশ করেছে। যার দৈর্ঘ্য মাত্র ২.৯ মিটার। অর্থাৎ এটি Tata Nano-র চাইতেও ছোট এবং দেশের ক্ষুদ্রতম যাত্রী গাড়ি হিসাবে পরিচিতি পাবে। এক্স-শোরুম মূল্য ১০ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Tata Tiago EV ও Citroen eC3।

MG Comet EV ডিজাইন

এমজি কমেট ইলেকট্রিক গাড়িটি সংস্থার নতুন ‘গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকেল’ বা GSEV প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। বেশি উচ্চতা বিশিষ্ট গাড়িটিতে রয়েছে বক্সি স্টাইল। ইন্দোনেশিয়ার বাজারে বিক্রিত Wuling Air EV-র সাথে ডিজাইনের দিক থেকে এটির অনেকাংশেই মিল রয়েছে। ফ্রন্ট ফেসিয়ার মাঝামাঝি MG ব্র্যান্ডিংয়ের নীচে অবস্থিত চার্জিং পোর্ট। MG ZS EV-তেও ওই একই জায়গায় চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।

গাড়িটির সামনে রয়েছে ডুয়েল ভার্টিকালি স্ট্যাকড হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড টার্ন ইন্ডিকেটর সহ এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প এবং একটি ডুয়েল টোন ফ্রন্ট বাম্পার। আবার ক্রোম স্ট্রিপ সহ উইন্ড স্ক্রিনের নিচে উপস্থিত একটি এলইডি লাইট বার, যা ORVM বরাবর বিস্তৃত। ইতিমধ্যেই কমেটের একাধিক ছবি প্রকাশ করেছে সংস্থা এবং প্রত্যেকটিতেই ডুয়েল টোন কালার থিমের দেখা মিলেছে।

কেবিনে গুমোট ভাব কাটাতে এমজি কমেট ইভি-তে দেওয়া হয়েছে একটি বৃহৎ রিয়ার কোয়ার্টার গ্লাস। হুইল কভার সহ এই ছোট গাড়িটি ১২ ইঞ্চির স্টিল হইলে ছুটবে। ছোট ইভি-টির পেছনে দেওয়া হয়েছে একটি হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প, ভার্টিকালি স্ট্যাকড টেল ল্যাম্প, এবং লাইসেন্সিং প্লেট সহ একটি ফ্ল্যাট রিয়ার বাম্পার।

MG Comet EV ইন্টেরিয়র

কম্প্যাক্ট ডিজাইন থাকা সত্ত্বেও MG Comet EV যাত্রীদের আরাম এবং বিভিন্ন ফিচারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গাড়িটির কেবিন ফিচার এবং ডিজাইনের সাথে Air EV-র অনুরূপ। এতে ডুয়েল টোন শেড সহ একটি লেয়ার্ড ড্যাশবোর্ডের দেখা মিলবে।

এছাড়া উপস্থিত স্লিক এয়ার কন্ডিশনিং ভেন্টস, এসি কন্ট্রোলের জন্য প্রথাগত রোটারি নব, মাল্টি ফাঙ্কশনাল টু-স্পোক স্টিয়ারিং হুইল, অটোমেটিক এয়ার কন্ডিশনিং, কিলেস এন্ট্রি, কানেক্টেড কার টেকনোলজি এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ইউনিটের জন্য ১০.২৫ ইঞ্চি ডুয়াল ডিসপ্লে।

MG Comet EV পাওয়ারট্রেন

আসন্ন MG Comet EV-তে এগিয়ে চলার শক্তি জোগাতে Wuling Air EV-র ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টটিতে একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। সিঙ্গেল চার্জে যা ২০০ কিলোমিটার পথ ছুটবে। অন্যদিকে হাই-এন্ড ভ্যারিয়েন্টটিতে একটি ২৬.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের দেখা মিলতে পারে। যা ৩০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।