OnePlus 10 Pro ফোনে প্রথমবার দেখা যেতে পারে পেরিস্কোপ জুম লেন্স

চলতি বছরের প্রথম কোয়ার্টারে লঞ্চ হয়েছে OnePlus 9 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন ভারতে এসেছে – OnePlus 9, OnePlus 9R ও OnePlus 9 Pro। পাশাপাশি কোম্পানি নিশ্চিত করেছে, এই বছর OnePlus 9T বা OnePlus 9T Pro নামে কোনো ফোন আসবে না। পরিবর্তে OnePlus 9 RT নামে একটি ফোনের উপর থেকে পর্দা সরানো হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী বছর লঞ্চ হতে চলা OnePlus 10 Pro ফোনের তথ্য সামনে এল।

OnePlus 10 Pro আসতে পারে পেরিস্কোপ জুম লেন্স সহ

জনপ্রিয় টিপস্টার, Panda-র থেকে তথ্য নিয়ে মুকুল শর্মা দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ৯ প্রো আরও উন্নত ক্যামেরা সহ আসবে। এতে থাকবে পেরিস্কোপ লেন্স। এই সেন্সর ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। যদিও টিপস্টার ক্যামেরা সেন্সর বা এর রেজোলিউশন নিয়ে কিছু বলেননি।

আমরা ইতিমধ্যেই একাধিক স্মার্টফোনের ক্যামেরায় পেরিস্কোপ লেন্স ব্যবহার হতে দেখেছি। ওয়ানপ্লাস যদি সত্যি সত্যিই এই লেন্স ব্যবহার করে তাহলে, ১০ প্রো হবে কোম্পানির প্রথম ফোন যেখানে পেরিস্কোপ লেন্স থাকবে। এখনো পর্যন্ত আমরা ওয়ানপ্লাস ফোনে ৩এক্স জুম সহ টেলিফটো ক্যামেরা দেখেছি। তবে Hasselblad বা Oppo-র সাথে হাত মিলিয়ে চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতাটি পেরিস্কোপ জুম ক্যামেরা ডেভেলপ করতে পারে।

উল্লেখ্য, Oppo তার বেশ কয়েকটি ফোনে পেরিস্কোপ ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। কোম্পানির প্রিমিয়াম Find X সিরিজ বা হাই মিড রেঞ্জ সিরিজ Reno-তে এই ক্যামেরা সেন্সর আমরা দেখেছি। ফলে Oppo-র এই সেন্সর OnePlus 10 Pro ফোনে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন