এক ছাদের তলায় হরেক রকম ইলেকট্রিক স্কুটার ও বাইক, বিশাল বড় শোরুম খুলল Odysse

গ্লোবাল ওয়ার্মিং-এর অশনি সংকেতে গোটা বিশ্বই যেন তটস্থ। একই অবস্থা ভারতেরও। ইতিমধ্যেই পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক স্তরের আলোচনায় সমস্ত দেশ “জিরো কার্বন এমিশন টার্গেট” স্থির করেছে। ভারতবর্ষও আগামী ২০৩০ এর মধ্যে ৪৫ শতাংশ ও ২০৭০ সালের মধ্যে সম্পূর্ণভাবেই কার্বন নির্গমন কমানোর প্রতিজ্ঞা নিয়েছে। এই সিদ্ধান্তকে বাস্তব রূপ দেওয়ার উদ্দেশ্যে গ্রীন মোবিলিটির পথে হাঁটছে মোদি সরকার। একের পর এক প্রস্তাবিত হচ্ছে বিভিন্ন রকম ইভি পলিসি। আর সেই সূত্র ধরেই দেশের জন্ম নিচ্ছে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনকারী নানা সংস্থা।

প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে বেড়ে ওঠা এমনই একটি স্টার্ট আপ সংস্থা হল Odysse Electric Vehicles। ইতিমধ্যেই বেশ কিছু বৈদ্যুতিক স্কুটার এমনকি ভারতের প্রথম ইলেকট্রিক স্পোর্টস বাইক তৈরি করার নজির সৃষ্টি করেছে তারা। এবার মুম্বাইয়ের মাটিতে তাদের বৃহত্তম শোরুম চালু করেছে তারা। যা নিয়ে বাণিজ্য নগরীতে তাদের চতুর্থ আউটলেট।

মুম্বাইয়ের পশ্চিমাংশে অবস্থিত কান্দিভালিতে শোরুমটি উদ্বোধন হয়েছে গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের শিল্প বিষয়ক দপ্তরের মন্ত্রী উদয় সামন্ত এবং সংস্থাটির প্রতিষ্ঠাতা সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। ২,৩০০ বর্গফুট জায়গা নিয়ে বিস্তৃত আউটলেটটি দুটি তলায় বিভক্ত। গ্রাহকদের জন্য সংস্থার সমস্ত রকম বৈদ্যুতিক টু-হুইলারের সম্ভার রয়েছে এখানে।

বর্তমানে সমগ্র ভারতবর্ষ জুড়ে Odysse-এর মালিকানাধীন শোরুম রয়েছে তিনটি। এছাড়াও ৬০টিরও বেশি ডিলারশিপ রয়েছে তাদের। আগামী ২০২৩-এর মার্চ মাসের মধ্যে তারা ডিলারশিপের সংখ্যা বাড়িয়ে ১০০টি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। Odysse ইলেকট্রিকের মুখ্য কার্যনির্বিবাহী আধিকারিক নেমিন ভোরা জানান, “মুম্বাইয়ের কান্দিভালিতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আগামী পাঁচ বছরের মধ্যে সংস্থার ব্যবসার পরিধি বাড়ানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছি তারই এক উল্লেখযোগ্য মাইলফলক হল এটি।”

তিনি যোগ করেন, মুম্বাই শহরে আমাদের সবচেয়ে বড় বৈদ্যুতিক দুই চাকা গাড়ির শোরুম উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আগামী বছরে বেশকিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করার পরিকল্পনা রয়েছে আমাদের আর সে কারণেই এই জাতীয় ফ্লাগশিপ লেভেলের স্টোরগুলি গ্রাহকদের মধ্যে ইলেকট্রিক ভেইকেল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে”।

উল্লেখ্য, এখন Odysse ইলেকট্রিকের ঝুলিতে রয়েছে মোট আটটি বিদ্যুৎ চালিত স্কুটার- E2go, E2go Lite, Hawk Lite, Hawk Plus, Racer, Racer Lite, V2 এবং V2+। এছাড়াও তাদের হাতে রয়েছে একটি ইলেকট্রিক মোটরসাইকেল- Evoqis। সংস্থার দাবি, তারা এখনো পর্যন্ত ৪,৫০০টি ইলেকট্রিক টু-হুইলার গ্রাহকদের হাতে তুলে দিতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *