Okaya EV-র নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আসছে 10 ফেব্রুয়ারি, লঞ্চের আগেই দাম জানা গেল

২০২৩-এ ভারতের বৈদ্যুতিক টু হুইলারের বাজারে সদস্যের সংখ্যা যে আরও বৃদ্ধি পাবে তা এতদিনে প্রায় সকলেই আঁচ করেছেন। প্রায় প্রত্যহ কোনো না কোনো সংস্থা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার বা বাইক নিয়ে হাজির হচ্ছে। এবার তেমনই এক দেশীয় কোম্পানি ওকায়া ইভি (Okaya EV) তাদের একটি নতুন ইলেকট্রিক স্কুটারের টিজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করল। Faast F3 নামক মডেলটি ১০ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে।

ফাস্ট এফ৩-এর মূল্যও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, এটি ১,১৩,৯৯৯ টাকা (এক্স-শোরুম) দামে বাজারে লঞ্চ হবে। স্কুটারটি একটি ১.২ কিলোওয়াট মোটর সহ আসবে যার থেকে ২.৫ কিলোওয়াট আউটপুট উৎপন্ন হবে। এতে থাকছে ডুয়েল ব্যাটারি প্যাক। এগুলি হল ৩.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন এলপিএফ ব্যাটারি। ব্যাটারির আয়ুষ্কাল বাড়ানোর জন্য এতে রয়েছে সুইচেবল টেকনোলজি।

যদিও এখনও পর্যন্ত Okaya Faast F3-এর রেঞ্জ এবং অন্যান্য ফিচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। বর্তমানে সংস্থার পোর্টফোলিও-তে রয়েছে Faast F4, Freedum ও ClassicIQ – এই তিন ই-স্কুটার। Faast F4-এ উপস্থিত ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ডুয়াল এলপিএফ ব্যাটারি। সংস্থার দাবি স্কুটারটির রাইডিং রেঞ্জ ১৪০-১৬০ কিমি। ব্যাটারি প্যাক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একটি সাধারণ চার্জারে সম্পূর্ণ চার্জ হতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেয়। ই-স্কুটারটিতে রয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, সিটি এবং স্পোর্টস। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৬০-৭০ কিলোমিটার। Faast F4-এর দাম ১.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Freedum-এ দেওয়া হয়েছে একটি ৪৮ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম ব্যাটারি প্যাক। যা স্কুটারটিকে ৭০-৭৫ কিমি রেঞ্জ তুলতে সহায়তা করে। ৫-৬ ঘন্টায় ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায়। রাইডিং মোড না থাকলেও স্কুটারটিতে রয়েছে এলইডি ডিআরএল সহ একটি হ্যালোজেন হেডল্যাম্প। ধীরগতি সম্পন্ন স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। এবং এর দাম ৭৪,৮৯৯ টাকা (এক্স-শোরুম)।

ClassicIQ-তে রয়েছে ওই একই ব্যাটারি। যার ক্ষমতা ৪৮ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার। এটি ৬০-৭০ কিলোমিটার রাইডিং রেঞ্জ সমর্থন করে। ২৫ কিমি/ঘণ্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটিতে রয়েছে এলইডি ডেটাইম রানিং ল্যাম্প সহ এলইডি লাইটিং। এর মূল্য ৭৪,৪৯৯ টাকা (এক্স-শোরুম)।