Ola এক দিনে 50টি নতুন শোরুম খুলল, 45 হাজার টাকা ছাড়ে ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ

বর্তমানে ভারতের বৃহত্তম ইলেকট্রিক টু হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) এক দিনে ৫০টি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের কথা ঘোষণা করল। সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শোরুম চালুর কথা ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন শহরে খোলা হয়েছে আউটলেটগুলা। যার মধ্যে রয়েছে বিশাখাপত্তনম, জেপি নগর, সাহারানপুর, লখনউ, কানপুর, যোধপুর, বারাণসী এবং অন্যান্য শহর।

Ola ভারতে ৫০টি স্টোর উদ্বোধন করল

ভাবিশ আগরওয়াল বলেন, ওলা ইলেকট্রিক তাদের গ্রাহকদের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। টুইটারে তিনি লেখেন, “সারা দেশে স্টোর খোলার প্রতিশ্রুতি পালন করছি আমরা। রবিবার ৫০টি স্টোর উদ্বোধন করা হয়েছে। আমাদের গ্রাহকদের দ্বারা চালু হয়েছে এগুলি। আপনি কি আমাদের পরবর্তী স্টোর উদ্বোধন করতে চান।”

এক মাস আগে ওলা ইলেকট্রিক তাদের লেটেস্ট স্কুটার লঞ্চ করেছে। সবচেয়ে সস্তা Ola S1 Air তিনটি ভার্সনে অফার করা হবে – ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত। আবার সংস্থাটি Ola S1 রেঞ্জে একটি ২ কিলোওয়াট আওয়ার মডেল যুক্ত করা হয়েছে । যার মূল্য ৯৯,৯৯৯ টাকা। অন্যদিকে একটি উপস্থাপনার সময়, ভাবিশ আগারওয়াল জানান যে, ভবিষ্যতে তারা বাজারে ইলেকট্রিক বাইক আনবে।

সম্প্রতি সংস্থাটি তাদের S1 ও S1 Pro-এর সম্ভাব্য ক্রেতাদের জন্য এক্সচেঞ্জ উইকেন্ড অফারের ঘোষণা করেছে। এই প্রসঙ্গে বলা হয়েছে, “এটি একটি উইকেন্ড প্ল্যান। ওলা এক্সপেরিয়েন্স সেন্টারে আসুন। আপনার পেট্রোল টু-হুইলারটি বদলে অতিরিক্ত মূল্য ছাড়াই ভারতের এক নম্বর ইভি বাড়ি নিয়ে যান।”

১৮ ও ১৯ মার্চ বৈধতা সহ এসেছিল এই অফারটি। যার আওতায় ক্রেতারা পেয়েছিলেন সর্বোচ্চ ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। কেবলমাত্র কয়েকটি শহরের জন্যই এই অফারটি উপলব্ধ ছিল। যদিও শহরগুলির নাম উল্লেখ করা হয়নি। অন্যান্য শহরের গ্রাহকদের জন্য এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ ৫,০০০ টাকা বলে অফিশিয়াল ওয়েবপেজে জানায় ওলা ইলেকট্রিক। এছাড়া যারা তাদের বিদ্যমান পেট্রল স্কুটার-বাইক এক্সচেঞ্জ করতে ইচ্ছুক, ৪৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন তারা।