15 মিনিটের চার্জে যাবে 50 কিমি, গানের তালে নাচবে হেডলাইট! এখন Ola ই-স্কুটারে দুর্ধর্ষ সব ফিচার

এ বছর দিওয়ালিতে লঞ্চের পর অবশেষে ওলা (Ola) তাদের নতুন সফটওয়্যার MoveOS 3 সমস্ত স্কুটার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে শুরু করল। এই মুহূর্তে S1 ও S1 Pro মডেলে ওই আপডেট উপলব্ধ হবে। এটি হল ওলার তৃতীয় সফটওয়্যার আপগ্রেদ। এতে ৫০-এর বেশি নতুন ফিচার যুক্ত হয়েছে, যা রয়েছে উন্নত পারফরম্যান্সের পাশাপাশি এবং ব্যাটারি দ্রুত চার্জ হতে সাহায্য করবে। এক লক্ষের বেশি গ্রাহকের স্কুটারে ওভার দ্য এয়ার বা ওটিএ (OTA) মাধ্যমে আপডেট রোলআউট করা হবে।

নতুন সফটওয়্যার রিলিজের প্রসঙ্গে ওলা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল বলেন, “কথামতো আমরা Ola S1-এর সকল মালিকদের জন্য MoveOS 3 ছাড়া শুরু করেছি। এটি হল আমাদের তৃতীয় সফ্টওয়্যার আপডেট যা লঞ্চের এক বছরের কম সময়ের মধ্যে আনা হয়েছে।” ২০২১-এর আগস্টে ওলা তাদের স্কুটার লঞ্চের সময় ফিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন আপডেটের ফলে অবশেষে সেগুলি উপলব্ধ হল।”

MoveOS 3 যুক্ত হওয়ায় স্কুটারগুলি হাইপারচার্জারে মাত্র ১৫ মিনিটের চার্জে ৫০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করবে। এছাড়া অ্যাক্টিভ রিজেন, রিজেনারেটিভ ব্রেকিং, এবং স্টপ অ্যান্ড গো ট্রাফিক ফিচারগুলি সক্রিয় হয়েছে। নয়া ভ্যাকেশন মোড স্কুটার না চালালেও ব্যাটারির চার্জ ২০০ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আবার হিলহোল্ড ফাংশন ঢালু রাস্তায় স্কুটারকে পেছনের দিকে গড়িয়ে পড়া থেকে আটকাবে।

নতুন বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে একটি মডেলে মাল্টিপল প্রোফাইল অ্যাড করার সুবিধা, প্রক্সিমিটি লক-আনলক – যার ফলে স্মার্টফোনের মাধ্যমে স্কুটার লক আনলক করা যাবে। সর্বোপরি ওলা এস১ ও এস১ প্রো-তে লেটেস্ট আপডেট হিসেবে যুক্ত হয়েছে ওয়াই-ফাই কানেক্টিভিটি। চালক তাঁর পছন্দমত ডিজিটাল কনসোলের থিম বোল্ট, ভিন্টেজ এবং এক্লিপ্স মোডে পরিবর্তিত করতে পারবেন। আবার স্কুটারে গান বাজালে পার্টি মোডে জমকালো আলোর ছটা নজর কাড়বে।

অন্যান্য আপডেটের মধ্যে বিভিন্ন ডিজিটাল নথি যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি স্টোর করে রাখা যাবে স্কুটারটিতে। আবার নতুন সুরক্ষার লাইট সক্রিয় হয়েছে। তবে হিল হোল্ড ফাংশনটি এখনও বেটা পর্যায়ে রয়েছে। ওলা জানিয়েছে এটি খুব শীঘ্রই গ্রাহকদের কাছে উপলব্ধ হবে।