দারুণ সুযোগ, দোল খেলার ছবি-ভিডিয়ো পাঠিয়ে আপনিও জিততে পারেন Ola S1 Holi Edition স্কুটার

হোলি উপলক্ষ্যে স্পেশাল এডিশন S1 স্কুটার আনার কথা আগেই নিশ্চিত করেছিল ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)। এবারে সেটির উপর থেকে পর্দা সরানো হল। ই-স্কুটারটির নামকরণ করা হয়েছে – Ola S1 Holi Edition। যার বহিরঙ্গে রয়েছে রঙবেরঙের অনন্য ছটা। অরেঞ্জ, গ্রীন, ব্লু, ইয়েলো, পিংক এবং রেড – স্কুটারটি বডি প্যানেলে এই মোট ছয়টি কালার দেখা যাবে। ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল বলেছেন, এই হোলি স্পেশাল এডিশনের স্কুটারটির মাত্র পাঁচ ইউনিট উপলব্ধ।

Ola S1 Holi Edition কারা কিনতে পারবেন

আগারওয়াল এও বলেছেন, তাদের আসন্ন এই পাঁচটি স্কুটার, বাজারে অন্যান্য সংস্থার সাথে চলা প্রতিযোগিতার থেকে দূরে রাখা হবে। তাই এই স্পেশাল এডিশনের স্কুটার কেনার শর্ত হিসেবে বলা হয়েছে, নিজেদের ওলা এস১-এর সাথে এবছরের হোলি উদযাপনের ছবি ও ভিডিও পোস্ট করতে হবে। অর্থাৎ এ থেকে পরিষ্কার যে, ওলা তাদের এই স্পেশাল এডিশনের স্কুটারগুলি কেবলমাত্র নিজেদের বিদ্যমান গ্রাহকদের জন্যই বাজারে আনবে। তাই প্রতিযোগিতার গণ্ডি কেবলমাত্র ওলার গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ।

Ola Electric S1 Holi Edition Scooter

পাঁচজন গ্রাহককে বাছাইয়ের পদ্ধতি

গ্রাহকদের পাঠানো ভিডিও থেকে পাঁচটি সেরা ভিডিও বেছে নেওয়া হবে। এবং তাদেরকেই হোলি এডিশনের এস১ কেনার সুযোগ দেওয়া হবে। তবে এই স্কুটারগুলি গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে দেওয়া হবে, নাকি কিনতে টাকা লাগবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। পেইন্ট স্কিম বাদে স্কুটারটির বাদ বাকি বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। Ola S1-এর রেগুলার মডেলের সাথে একই রয়েছে।

প্রসঙ্গত, ওলা বর্তমানে তিনটি ভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার বিক্রি করে – S1 Air, S1 ও S1 Pro। S1 Air-এর দাম ৮৪,৯৯৯ টাকা থেকে শুরু। যেখানে S1-এর ক্ষেত্রে সেটি ৮৯,৯৯৯ টাকা। অন্যদিকে রেঞ্জের টপ মডেল S1 Pro-এর জন্য ধার্য মূল্য ১.৩০ লক্ষ টাকা (প্রতিটি এক্স-শোরুম প্রাইস)। এদের প্রতিপক্ষ স্কুটার হিসেবে বাজারে রয়েছে Ather 450, TVS iQube, Bajaj Chetak এবং Hero MotoCorp-এর Vida V1।