সস্তা ফোনেও ফ্ল্যাগশিপ ক্যামেরা, OnePlus Nord 3 আসছে Sony IMX890 ক্যামেরা সেন্সরের সাথে

OnePlus Nord 3 ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ প্রাইমারি ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর থাকবে

সম্প্রতি ওয়ানপ্লাস (OnePlus) নিশ্চিত করেছে যে, তারা আগামী ৫ জুলাই সারা বিশ্বে নতুন OnePlus Nord 3 লঞ্চ করবে। এটি চীনে উপলব্ধ OnePlus Ace 2V-এর একটি রিব্র্যান্ড ভার্সন হবে বলে জানা গেছে। তবে, এতে Ace 2V-এর মতো ডিজাইন এবং প্রায় একই ধরনের স্পেসিফিকেশন দেখা গেলেও, গ্লোবাল মার্কেটের গ্রাহকরা এর ক্যামেরা বিভাগে একটি বড় আপগ্রেড পাবেন। এখন আবার লঞ্চের আগে এক টিপস্টার OnePlus Nord 3-এর ক্যামেরা সেটআপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি জেনে নেওয়া যাক।

OnePlus Nord 3-এর থাকবে ফ্ল্যাগশিপ-গ্রেডের প্রাইমারি ক্যামেরা

টিপস্টার ইশান আগরওয়াল টুইটারে ওয়ানপ্লাস নর্ড ৩-এর প্রোমোশনাল মেটিরিয়াল শেয়ার করেছেন, যা থেকে জানা গেছে যে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ প্রাইমারি ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর থাকবে। জানিয়ে রাখি, এটি একটি ফ্ল্যাগশিপ-লেভেল ক্যামেরা সেন্সর যা ব্র্যান্ডটি ইতিমধ্যেই ওয়ানপ্লাস ১১ এবং ওয়ানপ্লাস ১১আর-এর মতো ডিভাইসগুলিতে ব্যবহার করেছে। প্রোমো মেটিরিয়ালটি আরও প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকবে এবং এটি র‍্যাম-ভিটা (ভার্চুয়াল র‍্যাম) ফিচারটিও সাপোর্ট করবে।

উল্লেখযোগ্যভাবে, এই সেন্সররের সংযোজন নিঃসন্দেহে ডিভাইসটির ক্যামেরার ক্ষমতা বাড়াবে। তবে, এটা বলতেই হবে যে সামগ্রিক ক্যামেরা কর্মক্ষমতা সিস্টেম-অন-এ-চিপ (SoC) বা প্রসেসরের-এর ইমেজ সিগন্যাল প্রসেসিং ক্ষমতার ওপর অনেক বেশি নির্ভর করে। আর ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১১ এবং ১১আর স্মার্টফোনগুলি যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, তবে নর্ড ৩-এ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি থাকবে বলে জানা গেছে৷ এতে সংযুক্ত বিভিন্ন হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের উপাদান বিবেচনা করে এই চিপটি সনি আইএমএক্স৮৯০ সেন্সরকে কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে, তা-ই এখন দেখার।

OnePlus Nord 3-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

শোনা যাচ্ছে যে, OnePlus Nord 3-এ বড় ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আগেই জানানো হয়েছে যে, ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। Nord 3 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 3-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে, যার মধ্যে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করবে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nord 3-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, OnePlus Nord 3-এ ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ৪,১৯২.৮ বর্গ মিলিমিটার ভিসি কুলিং চেম্বার, একটি অ্যালার্ট স্লাইডার, এনএফসি ফাংশনালিটি, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং একটি আইআর ব্লাস্টার অন্তর্ভুক্ত থাকতে পারে।