9 ফেব্রুয়ারি বড় ঘোষণা করবে Ola Electric, নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চ?

আগামী ৯ ফেব্রুয়ারি বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric) নতুন ঘোষণা করতে চলেছে। ওইদিন দুপুর ২টো নাগাদ ঘোষণা পর্ব শুরু হওয়ার কথা একটি টিজার প্রকাশ করে জানিয়েছে তারা। যেখানে বলা হয়েছে, “পরিবর্তন কেবল বাতাসে”। জল্পনা চলছে তাদের S1 Air ই-স্কুটারটির বিষয়ে কিছু জানানো হতে পারে। যেটি গত বছর আগস্টে এদেশের বাজারে পা রেখেছিল। বর্তমানে ওলার সবচেয়ে সস্তার স্কুটারটির দাম ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল টুইটে লিখেছেন, “৯ ফেব্রুয়ারি দুপুর ২টোয় প্রোডাক্ট সম্পর্কে নতুন ঘোষণা করা হবে। সাথে থাকুন।” ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে স্কুটারটির রেজিস্ট্রেশন এবং কেনার প্রক্রিয়া শুরু হবে বলে শোনা গিয়েছিল। তাই ওইদিন Ola S1 Air-এর পেমেন্ট উইন্ডো খোলার বিষয়ে ঘোষণা করা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

এদিকে ওলা তাদের স্কুটারের বিক্রয় পরবর্তী পরিষেবা দিতে দুটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে। এগুলি হল – ওলা কেয়ার এবং ওলা কেয়ার+। এই প্ল্যানের আওতায় স্কুটার কেনার পরবর্তীতে পরিষেবা পাওয়া যাবে। এর জন্য বার্ষিক খরচ পড়বে যথাক্রমে ১,৯৯৯ টাকা ও ২,৯৯৯ টাকা (জিএসটি বাদে)।

প্রসঙ্গত, Ola S1 Air-এ দেওয়া হয়েছে একটি ২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ৪.৫ কিলোওয়াট আউটপুটের ইলেকট্রিক মোটর। ইকো মোডে সম্পূর্ণ চার্জে রেঞ্জ ১০০ কিমি। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৫ কিমি। আবার ০-৪০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৪.৩ সেকেন্ডে তুলতে পারে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় নেবে। ফিচারের তালিকায় রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন টিএফটি, রাইডিং মোড, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, ওটিএ আপডেট, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি।