Realme C11 (2021) ফোনের দাম বাড়ল 500 টাকা, নতুন মূল্য কত হল জেনে নিন

Realme C11 (2021) গত জুন মাসের শেষে ভারতে লঞ্চ হয়েছিল। তার এক মাস কেটে যাওয়ার পর, অগস্টে এই ফোনের দাম বৃদ্ধি করা হয়। ২০২১-এর অন্তিম লগ্নে এসে ফের একবার Realme C11 (2021)-এর দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এরফলে লঞ্চের পর থেকে ফোনটির দাম বাড়ল ৮০০ টাকা। এন্ট্রি লেভেল সেগমেন্টে আসা এই ফোনে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ইউনিসক প্রসেসর ও সিঙ্গেল রিয়ার ক্যামেরা।

Realme C11 (2021) ফোনের নতুন দাম

রিয়েলমি সি১১ (২০২১) ফোনের দাম জুন মাসে ৩০০ টাকা বেড়েছিল। আর ডিসেম্বরে দাম বৃদ্ধির পরিমাণ ৫০০ টাকা। এর ফলে ফোনটির ২ জিবি ও ৩২ জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ৭,৪৯৯ টাকা। অন্যদিকে ফোনটির ৪ জিবি/৬৪ জিবি সংস্করণটি এখন থেকে ৮,৪৯৯ টাকার বদলে ৮,৯৯৯ টাকায় বিক্রি হবে।

Realme C11 (2021) এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি১১ (২০২১) ফোনটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর রিয়েলমি ইউআই গো এডিশন কাস্টম রম ভার্সনে চলে। এই স্মার্টফোন ৬.৮১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের অভ্যন্তরে আছে Unisoc SC9863 প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লট রয়েছে এই ডিভাইসে।

রিয়েলমি সি১১ (২০২১)-এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ৮ মেগাপিক্সেল একটি ক্যামেরা দেখা যাবে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।