RRB NTPC Exam Fee Refund Link: এই লিংকে ক্লিক করে এনটিপিসি পরীক্ষার্থীরা ফি রিফান্ডের জন্য ব্যাঙ্কের তথ্য আপডেট করুন

RRB NTPC exam 2021: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), সম্প্রতি শেষ হওয়া NTPC পরীক্ষার ফি রিফান্ডের লিংক (Fee refund link) প্রকাশ করল। পরীক্ষার্থীরা রিফান্ড পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আপডেট করতে পারবেন। আপাতত গত ২৮ ডিসেম্বর, ২০২০ থেকে গত ৩১ জুলাই, ২০২১ এর মধ্যে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট (CBT-1) দেওয়া পরীক্ষার্থীরা টাকা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। ফি রিফান্ড লিংক আগামী ৩১ আগস্ট, ২০২১ (রাত ১১:৫৯) পর্যন্ত সক্রিয় থাকবে।

তবে যে সমস্ত ক্যান্ডিডেট NTPC পরীক্ষায় বসেননি তারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস সাবমিট করতে পারবেন না। RRB তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ সিইএন ০১/২০১৯ এর প্যারা নং ৭.০ অনুসারে, যেসব পরীক্ষার্থী প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT-1)-এ উপস্থিত ছিলেন, তারা ব্যাংকিং বা সার্ভিস চার্জ বাদ দিয়ে তাদের বাকি এক্সাম ফি ফেরত পাবেন (SC/ ST/ ExSM/ PwBD/ /Female/Minority/EBC/ Transgender-দের ফি ছিল ২৫০ টাকা এবং অন্যান্যদের ৪০০ টাকা)।

কীভাবে NTPC পরীক্ষার ফি রিফান্ডের জন্য ব্যাঙ্কের ডিটেলস আপডেট করবেন

১. সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যান- rrbntpc1.onlinereg.in

২. এবার ‘Submit bank account details’ লিংকে ক্লিক করুন।

৩. এবার একটি নতুন উইন্ডো খুলবে, এখানে রোল নাম্বার জন্ম তারিখ, ওটিপি ও ক্যাপচা দিয়ে লগ-ইন করুন।

৪. এরপর যে পেজ খুলবে সেখানে, আইএফএসসি কোড সহ ব্যাংকের তথ্য এন্টার করুন।

৫. এবার সাবমিট করুন এবং ফাইলটি ডাউনলোড করে নিন।

মনে রাখবেন ব্যাংকের তথ্য কোনোভাবে ভুল দিলে, তা পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকলে তবেই ফি রিফান্ড পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন