Black Shark 5 সিরিজ লঞ্চ হচ্ছে 30 মার্চ, আসতে পারে Snapdragon 8 Gen 1 প্রসসরের সাথে

বিগত কয়েক সপ্তাহ ধরে স্মার্টফোন সম্পর্কিত আলোচনায় বারবরই উঠে এসেছে Black Shark 5 সিরিজের নাম। কবে লঞ্চ হতে পারে, সেই নিয়েও ছিল নানা মুনির নানা মত। তবে এবার নিজের জল্পনার অবসান করল সংস্থাটি। ঘোষণা করল, Black Shark 5 লাইনআপ আগামী ৩০ মার্চ চীনে স্থানীয় সময় সাতটা নাগাদ লঞ্চ হবে। অনুমান, এই সিরিজে Black Shark 5 এবং Black Shark 5 Pro হ্যান্ডসেট আসবে।

প্রসঙ্গত, গত মাসে ব্ল্যাক শার্কের দু’টি স্মার্টফোন যথাক্রমে KTUS-A0 এবং PAR-A0 মডেল নম্বরের সাথে TENAA সার্টিফিকেশন পোর্টালে দেখা গিয়েছিল। তার মধ্যে KTUS-A0 মডেলটি ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ, ৩ গিজাহার্টজ অক্টা-কোর প্রসেসর, এবং ৪,৬৫০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারির সাথে স্পট করা হয়েছিল‌। আবার 3C পোর্টোলে ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ হাজির হয়েছিল।

অন্য দিকে, PAR-A0 মডেলটিতে ৩.২ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ৬৪ মেগাপাক্সেল ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছিল। এছাড়া ডিভাইসটির বাদবাকি স্পেসিফিকেশনগুলি KTUS-A0 এর অনুরূপ। অনুমান, KTUS-A0 এবং PAR-A0 যথাক্রমে Black Shark 5 এবং Black Shark 5 Pro নামে আত্মপ্রকাশ করবে‌।

রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাকশার্কের অন্যান্য স্মার্টফোনগুলির মতো এই দুই হ্যান্ডসেটে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হবে। Black Shark 5 Pro-তে খুব সম্ভবত Snapdragon 8 Gen 1 প্রসসর দেওয়া হতে পারে। আর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ Black Shark 5 আসতে পারে গত বছরের Snapdragon 8 সিরিজের প্রিমিয়াম কোনও চিপসেটের সাথে আসতে পারে।