Vivo Y22T: খুব সস্তায় 50MP ক্যামেরার ফোন আনছে ভিভো, লঞ্চ হতে বেশি দেরি নেই

গত বছর বাজেট সেগমেন্টে লঞ্চ হওয়া Vivo Y22 সিরিজে একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে, যা Vivo Y22T নামে আত্মপ্রকাশ করবে। স্মার্টফোনটি ইতিমধ্যেই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং স্পেসিফিকেশন সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে। আর এখন Vivo Y22T ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ডেটাবেসেও হাজির হয়েছে।

Vivo Y22T পেল Bluetooth SIG-এর সার্টিফিকেশন

ভিভো ওয়াই২২টি ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুযায়ী, ফোনটি ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করবে। সেখান থৈকে অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ না হলেও স্মার্টফোনটির খুব তাড়াতাড়িই লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে।

জানিয়ে রাখি, আগের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভিভো ওয়াই২২টি ফোনটি সংস্থারই পুরানো এক স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে, যা খুব সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। তবে ফোনটিতে ওয়াই২২ সিরিজের আগের মডেলগুলির তুলনায় খুব বেশি পার্থক্য দেখা যাবে না।

Vivo Y22T স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Vivo Y22T 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করে৷ ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩৭৭ স্কোর এবং মাল্টি-কোর টেস্টে ১,৫০১ পয়েন্ট অর্জন করেছে। জানা গেছে, Vivo Y22T-এ ব্যবহৃত অক্টা-কোর কোয়ালকম চিপ ২.৪০ গিগাহার্টজ গতির চারটি কোর এবং ১.৯০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোরের সমন্বয়ে গঠিত। ৬ জিবি ও ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে আসতে পারে এটি।

এছাড়াও, Vivo Y22T-এ ১৮ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করতে পারে। হ্যান্ডসেটটিতে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সমন্বিত ডুয়েল-রিয়ার ক্যামেরা মডিউল অবস্থান করবে৷ আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।