Royal Enfield অবশেষে ইলেকট্রিক বাইকের জগতে পা রাখছে, পরপর ছবি ফাঁস, লঞ্চ কবে

ইলেকট্রিক মোটরসাইকেলের সুনিশ্চিত ভবিষ্যৎ প্রত্যক্ষ করে ছোট বড় সকল সংস্থাই সংশ্লিষ্ট ক্ষেত্রে পা বাড়াচ্ছে। ভারতের স্বনামধন্য মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই সংস্থাটি নিশ্চিত করেছে যে তারা বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির শুভারম্ভ করেছে। আগামী ২০২৫ অথবা ২০২৬-এর মধ্যেই সেটির ঝলক দেখানো হবে। এবারে এক রিপোর্টে দাবি, এই আসন্ন ব্যাটারি চালিত মডেলটি Royal Enfield Himalayan।

রয়্যাল এনফিল্ডের এই বৈদ্যুতিক মডেলটি বাজারে আসতে যথেষ্ট দেরি আছে। এটি প্রিমিয়াম ভার্সন হিসেবে আসবে। তবে পরবর্তী মডেলগুলি তুলনামূলক সস্তার হতে পারে। আশা করা হচ্ছে প্রথম ফ্ল্যাগশিপ মডেলটি একটি বৃহৎ ব্যাটারি প্যাক সহ হাজির হবে।

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক মোটরসাইকেলটির সাথে হিমালয়ানের অদ্ভুত মিল রয়েছে। বিশেষত সামনের অংশে। এতে যেমন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, আবার এক্সটার্নাল চার্জার ইন্ডিকেটর নজরে পড়েছে। আবার ব্যাটারি শীতলীকরণের জন্য বাতাস ভেতরে প্রবেশের ব্যবস্থা রাখা হতে পারে।

ব্যাটারির চার্জ কতটা রয়েছে সেটি ডিসপ্লেতে ভেসে উঠবে, চালক কোনোরকম অপ্রস্তুতিতে না পড়েন। উল্লেখ্য, সম্প্রতি ছবি ফাঁস হওয়া রয়্যাল এনফিল্ডের আরেকটি ইলেকট্রিক বাইকের সামনে একটি অনন্য গিরদার ফর্ক নজরে পড়েছে। এতে উচ্চমানের ফিনিশিংয়ের সাথে নিও ভিন্টেজ/ক্লাসিক স্টাইলিং দেওয়া হতে পারে। আবার রেট্রো লুক ফুটিয়ে তুলতে সামনে একটি প্রথাগত গোলাকৃতি হেডল্যাম্প এবং টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্কের দেখা মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *