Google Pixel 5A ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সহ আসছে, হার মানবে DSLR

টেক জায়ান্ট Google (গুগল)-এর একজন মুখপাত্র সম্প্রতি Pixel 5a স্মার্টফোনের অস্বিত্বের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছিলেন৷ Pixel 4a-এর সাক্সেসর হিসেবে Pixel 5a যে চলতি বছরেই লঞ্চ হচ্ছে, সেটি তার বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল৷ যদিও স্মার্টফোনটি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চেষ্টার কসুর করছে না গুগল৷ কিন্তু তা সত্বেও পিক্সেল ৫এ স্মার্টফোনের বিষয়ে গুগল অনিচ্ছাকৃতভাবেই কিছু তথ্য প্রকাশ করেছে৷

সম্প্রতি গুগলের এক ব্লগ পোস্টের বিষয় ছিল, ব্রাকেটিং সহ এইচডিআর+ কীভাবে পিক্সেল ফোনে (পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ) কাজ করে৷ জানিয়ে রাখি, এই ফিচারটি ছবির মান আরও উন্নত করতে বিভিন্ন এক্সপোজার টাইমে তোলা ছবিগুলিকে মার্জ করে (বিশেষত অন্ধকারে)৷ ফলস্বরূপ, নয়েজ হ্রাস পাওয়ার পাশাপাশি, প্রাকৃতিক রঙ ছবিতে ফুটে ওঠে এবং টেক্সচার ও ডিটেলস উন্নত হয়ে ওঠে৷ ব্লগে উল্লিখিত ক্যামেরা প্রযুক্তিটি কীভাবে কাজ করে তা প্রদর্শন করার জন্য ব্লগে গুগল ফটো গ্যালারির একটি লিঙ্ক অর্ন্তভুক্ত করেছিল৷ মজার বিষয় হল, যেখানে ছবিগুলির মধ্যে একটি এখনও লঞ্চ না হওয়া Google Pixel 5A স্মার্টফোনে তোলা হয়েছিল, ছবির মেটাডেটা অন্তত তাই বলছে৷

মেটাডেটা থেকে গুগলের আপকামিং ফোনটির ক্যামেরা হার্ডওয়্যারের বিষয়েও জানা গিয়েছে৷ মেটাডেটা বলছে, ছবিটি ১২.২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা সেন্সর দ্বারা এফ/২.২ অ্যাপারচার ও ৫১ আইওএস-এ তোলা হয়েছে৷ যা ইঙ্গিত দিচ্ছে, পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ৫জি-র মতো পিক্সেল ৫এ ডুয়াল ক্যামেরা সিস্টেম সহ আসতে পারে৷ বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়ে যাওয়ার পর গুগল অবশ্য ছবিটি মুছে ফেলেছে৷ তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি৷ কারণ, তার আগেই নেওয়া ছবির স্ক্রিনশট ইতিমধ্যেই প্রকাশ্যে৷

প্রসঙ্গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল, গত বছর লঞ্চ হওয়া পিক্সেল ৪এ ৫জি ও পিক্সেল ৫ স্মার্টফোনের মতো পিক্সেল ৫এ স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর সহ আসতে চলেছে৷ সম্প্রতি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ডেভেলপার প্রিভিউ দেখে 9to5Gogole এমনই জানিয়েছিল৷ 9to5Gogole, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ডেভেলপার প্রিভিউ ৩-এ “sm7250” মডেল নম্বর সহ Barbet কোড নামের একটি হ্যান্ডসেট খুঁজে পেয়েছিল৷ এই প্রসঙ্গে বলে রাখি, পূর্বে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল যে, আপকামিং পিক্সেল ৫এ স্মার্টফোনের কোড নাম “Barbet”৷ আবার স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেটের মডেল নম্বর যে “sm7250”, তা আমরা সবাই কমবেশি জানি৷ তাই আসন্ন Pixel 5A স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট ব্যবহারের কথা নিশ্চিতভাবে বলা যায়৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন