ভারতের প্রথম সংস্থা হিসাবে নজির, 50,000 বৈদ্যুতিক গাড়ি ডেলিভারি দিয়ে দৃষ্টান্ত Tata Motors এর

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বৃহত্তম সংস্থা টাটা মোটরস (Tata Motors) একের পর এক নতুন মাইলস্টোন স্পর্শের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এবারে সংস্থাটি তাদের ৫০,০০০তম ইলেকট্রিক গাড়ির ডেলিভারি কথা গর্বের সাথে ঘোষণা করল। সেই পঞ্চাশ হাজারতম মডেল হিসাবে Tata Nexon EV এর চাবি খোদ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেকরণের হাতে তুলে দেওয়া হয়েছে। টাটা এই বিষয়টি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে।

বর্তমানে এদেশে তিনটি ভিন্ন মডেলের ইলেকট্রিক গাড়ি বিক্রি করে টাটা – Tiago EV, Tigor EV এবং Nexon EV। আবার বাণিজ্যিক মডেলের মধ্যে Xpres-T EV রয়েছে। ওদিকে Nexon EV-এর দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ – Nexon EV Max ও Nexon EV Prime। বর্তমানে এটি সংস্থার এদেশে সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক মডেল। গাড়িটির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে MG ZS EV ও Hyundai Kona EV। আবার এই সেগমেন্টে নতুন সদস্য হিসেবে আসতে চলেছে Mahindra XUV400।

Nexon EV-এর হাত ধরেই ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে সিংহভাগ মার্কেট শেয়ার নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে টাটা মোটরস। এর Max ভার্সনটিতে রয়েছে একটি ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সিঙ্গেল চার্জে একটি ৪৩৭ কিমি রেঞ্জ দেয়। এবছর মে’তে বাজারে হাজির হয়েছিল গাড়িটি। এর দাম ১৭.৭৪ থেকে ১৯.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Nexon EV-এর সাফল্য দেখে মুগ্ধ হয়ে টাটা বাজারে Tigor EV ও Tiago EV লঞ্চ করেছে। এদের মধ্যে প্রথমটি সেডান এ দ্বিতীয়টি হ্যাচব্যাক মডেলের। সংশ্লিষ্ট সেগমেন্টে এই গাড়ি দুটি দেশের মধ্যে বর্তমানে সর্বাধিক সস্তার মডেল।