Tecno Spark 20 Pro আইফোনের ক্যামেরা ডিজাইন সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে, পাবেন 12 জিবি র‌্যাম

Tecno Spark 20 Pro ফোনকে দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

সম্প্রতি আমরা জানিয়েছিলাম যে, Tecno একসঙ্গে একাধিক ফোনের উপর কাজ করছে। এরমধ্যে Tecno Spark 20 ও Tecno Spark Go 2024 মডেল দুটিকে ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ আবার Tecno Spark 20 Pro এর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। আমেরিকার FCC সার্টিফিকেশন সাইট এই তথ্য প্রকাশ করেছে।

Tecno Spark 20 Pro ফোনকে দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

কয়েকদিন আগে Tecno Spark 20 ও Tecno Spark Go 2024 ডিভাইস দুটি এফসিসি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়। এখন আবার একই সাইটে অন্তর্ভুক্ত হল Tecno Spark 20 Pro। যেখানে এর মডেল নম্বর দেখা গেছে KJ6।

সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, টেকনো স্পার্ক ২০ প্রো মডেলে পরিমাপ থাকবে ১৬৯ x ৭৭ x ৯মিমি। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

Tecno spark 20 pro clears fcc certification reveal

শুধু তাই নয়, এফসিসি সাইট থেকে টেকনো স্পার্ক ২০ প্রো এর রিয়ার প্যানেলের ডিজাইনও সামনে এসেছে। জানা গেছে এতে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরা ডিজাইন সম্প্রতি লঞ্চ হওয়া আইফোনের মতো।

আশা করা যায়, Tecno Spark 20 সিরিজ শীঘ্রই লঞ্চ হবে। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে যেভাবে ফোনগুলি একের পর এক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পাচ্ছে, তাতে বলা যায় যে, এগুলি বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা।