Moto G60 ও Moto G40 Fusion সেরা সেলফি ক্যামেরা ও বড় ব্যাটারি সহ ভারতে আসছে ২০ এপ্রিল

Moto G লাইনআপে Motorola দুটি নতুন স্মার্টফোন সংযুক্ত করবে‌। স্মার্টফোন দুটি এমন স্পেসিফিকেশনের সাথে আসছে যা মিড-রেঞ্জ সেগমেন্টে আগে কখনও দেখা যায়নি। অতি সম্প্রতি টিপস্টার মুকুল শর্মার এমনই এক টুইট ঘিরে হৈচৈ পড়ে গিয়েছিল। ফোন দুটির নাম Moto G60 ও Moto G40 Fusion, টুইট বার্তায় সেটি জানানোর পাশাপাশি Moto G60 এর ক্যামেরা স্পেসিফিকেশনও শর্মা শেয়ার করেছিলেন। গতকালই আবার মোটোরোলা জানিয়েছিল, প্রতিবারের মতো মোটোরোলার আপকামিং স্মার্টফোন দুটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ হবে। আর আজ শেষমেষ মোটো জি৬০ ও জি৪০ ফিউশন এর ভারতে লঞ্চের তারিখ ঘোষনা হয়ে গেল। মোটোরোলার অফিসিয়াল টুইটে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল দুপুর ১২টায় ফ্লিপকার্টে ফোন দুটির অভিষেক হচ্ছে।

Moto G60 ও Moto G40 Fusion : স্পেসিফিকেশন

মোটোরোলা, টুইট করে মোটো জি৬০ ও জি৪০ ফিউশন এর মূল স্পেসিফিকেশনগুলি যেমন জানিয়েছে, আবার ফ্লিপকার্টে ফোন দুটির জন্য বানানো টিজার পেজ থেকে অতিরিক্ত কিছু তথ্য সামনে এসেছে।

মোটো জি৬০ ও জি৪০ ফিউশন, দুটি স্মার্টফোনেই থাকবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। এটি HDR10 ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য দুটি হ্যান্ডসেটেই স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার হয়েছে। থিঙ্কশিল্ড ফর মোবাইলের সৌজন্যে এতে মিলবে বিজনেজ গ্রেড সিকিউরিটি। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এর স্টান্ড বাই টাইম ৫৪ ঘন্টা। মোটো জি৬০ ও জি৪০ ফিউশন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ ওএস সহ আসবে।

ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে দুটি ফোনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে। মোটো জি৪০ ফিউশন-এ থাকবে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ছাড়া বাকি ক্যামেরাগুলি বা ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশন সর্ম্পকে জানা যায়নি।

অন্যদিকে মোটো জি৬০ সেগমেন্ট সেরা ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসবে। রিয়ার প্যানেলে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। ফোনের ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সরটি আবার ম্যাক্রো ক্যামেরা হিসেবে কাজ করবে। একটি সেন্সরের দ্বৈত ভূমিকা পালন করার কথা অবশ্য মুকুল শর্মা সবার প্রথমেই জানিয়েছিলেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন