Tata Motors এর 25,000 বৈদ্যুতিক গাড়ি নেবে Uber, চলবে কলকাতা-সহ দেশের বড় বড় শহরে

উবেরকে ২৫,০০০ ইলেকট্রিক গাড়ি সরবরাহের বরাত হাতে পেল টাটা মোটরস। চলতি মাস থেকেই ধাপে ধাপে শুরু হবে ডেলিভারি।

অ্যাপ ক্যাব সংস্থাকে ইলেকট্রিক গাড়ি সরবরাহের ক্ষেত্রে অন্যতম বৃহত্তম অর্ডার হাতে পেল ভারতের তৃতীয় বৃহত্তম প্যাসেঞ্জার কার নির্মাতা টাটা মোটরস (Tata Motors)। মার্কিন রাইড হেইলিং সংস্থা উবের (Uber)-এর প্রিমিয়াম ফ্লিটে অর্ন্তভুক্ত করার জন্য ২৫,০০০টি XPRES-T মডেলের বৈদ্যুতিক সেডান সরবরাহের বরাত পেয়েছে। এই মর্মে উবেরের সাথে গাঁটছড়া বেঁধেছে টাটা।

Tata Motors ও Uber এর মধ্যে ইলেকট্রিক গাড়ির ডিল

জানা গেছে, এ মাস থেকেই গাড়িগুলির প্রথম পর্যায়ের ডেলিভারি শুরু করা হবে। সংস্থাদ্বয়ের এই চুক্তি সতেজ নির্মল পরিবেশ গড়ে তুলবে। বৈদ্যুতিক গাড়িগুলি দিল্লি এনসিআর, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং আমেদাবাদের রাস্তায় চালাবে উবের। উল্লেখ্য, ভারতের বৈদ্যুতিক যানবাহনের নবজাগরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে টাটা মোটরস।

ব্যক্তিগত ব্যবহার এবং বাণিজ্যিক ক্ষেত্রের জন্যএখনও পর্যন্ত তাদের কারখানা থেকে ৫০,০০০-এর বেশি ইলেকট্রিক ভেহিকেল বেরিয়েছে। অন্যদিকে, ২০৪০-এর মধ্যে উবের তাদের চালানো সমস্ত গাড়ি বৈদ্যুতিক মডেলে প্রতিস্থাপিত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

Tata XPRES-T স্পেসিফিকেশন ও ফিচার্স

টাটা মোটরসের এক্সপ্রেস-টি ব্র্যান্ড গত ২০২১-এর জুলাইয়ে লঞ্চ হয়েছিল। XPRES ব্র্যান্ডের আওতায় XPRES-T EV হল টাটার প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক গাড়ি। গাড়িটি দু’ধরনের রেঞ্জের বিকল্পে বেছে নেওয়া যায় – ৩১৫ কিলোমিটার এবং ২৭৭ কিলোমিটার (পরীক্ষিত)। এতে রয়েছে যথাক্রমে ২৬ কিলোওয়াট আওয়ার ও ২৫.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যেটি ফাস্ট চার্জে ০-৮০% চার্জ হতে ৫৯ মিনিট এবং একটি ১৫ অ্যাম্পিয়ার দ্বারা চার্জ হতে ১১০ মিনিট সময় লাগে।

সেডান মডেলের গাড়িটি কার্বনের কোনোরকম নির্গমন ঘটায় না। Tata XPRES-T-তে রয়েছে সিঙ্গেল স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ডুয়েল এয়ারব্যাগ এবং ইবিডি সহ এবিএস। গাড়িটির ইন্টেরিয়ার প্রিমিয়াম ফিচার দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।

কেবিনের ভেতরে ব্লু অ্যাক্সেন্ড বর্ডারের দেখা মেলে। বহিরঙ্গে টাটার অন্যান্য গাড়ির সাথে পার্থক্য বজায় রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছর এমনই আরেক রাইড হেইলিং সংস্থা Everest Fleet-কে ৫,০০০ XPRES-T ডেলিভারি করেছিল টাটা। এই ধরনের অংশীদারিত্বের মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও বাড়াতে পারবে বলে বিশ্বাসী সংস্থাটি।