চর্চার পর চর্চা, iPhone 13 আসছে 25W পাওয়ারের অ্যাডাপ্টার সহ, দাম জানলে অবাক হবেন

ক্যালেন্ডার পাতায় দিন যত এগোচ্ছে, ততই আসন্ন Apple iPhone 13 (অ্যাপল আইফোন ১৩) সিরিজের ফিচারের ওপর থেকে একটু একটু করে পর্দা সরছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই প্রিমিয়াম সিরিজের চারটি ফোন- iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এবং iPhone 13 Mini লঞ্চ হবে। এর মধ্যে প্রো মডেলগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত LTPO ডিসপ্লে, LiDAR স্ক্যানিং টেকনোলজি এবং ১ টিবি স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে। এখন নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Apple iPhone 13 ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার সহ আসবে। যেখানে iPhone 12 (আইফোন ১২)-এ কেবলমাত্র ২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা বিদ্যমান।

iPhone 13 আসছে 25W ফাস্ট চার্জিং সুবিধা সহ

চীনা টেক সাইট, মাইড্রাইভারের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৩ ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের অ্যাডাপ্টার সাপোর্ট করবে। যেহেতু Samsung-এর লেটেস্ট Galaxy S21 সিরিজের হ্যান্ডসেটগুলিতে এই পাওয়ারের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, তাই নতুন আইফোনে এটি পরিলক্ষিত হলে আশ্চর্যের কিছু নয়।

তবে ২০ ওয়াট থেকে ২৫ ওয়াট – এই সামান্য উন্নতির জন্য আইফোন ১৩ এর চার্জিংয়ে বিশাল পরিবর্তন দেখা যাবে বলে মনে হয়না। সেক্ষেত্রে আইফোন ১৩ বেশি ব্যাটারি ক্ষমতাসহ আসতে পারে।

কত দাম হবে iPhone 13 এর 25W পাওয়ার অ্যাডাপ্টারের

অ্যাপলের অফিসিয়াল সাইট অনুযায়ী, ভারতে বর্তমান ২০ ওয়াটের ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টারের দাম ১,৯০০ টাকা। আবার, এটির ১ মিটার চার্জিং কেবলের জন্য ১,৯০০ এবং ২ মিটার কেবলের জন্য ৩,৫০০ টাকা আলাদাভাবে ব্যয় করতে হয়। একইভাবে ৩০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টারটির দাম পড়ে ৪,৯০০ টাকা। তাই নতুন ২৫ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টারের দাম ৩,০০০ টাকার কাছাকাছি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন