Realme 7i ফোনে একগুচ্ছ নতুন ফিচার সহ এল অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ আপডেট

গত বছরের শেষ থেকে Realme তার বিভিন্ন মডেলে অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট রোলআউট করা শুরু করেছে। ইতিমধ্যেই কোম্পানির একাধিক বাজেট ও মিড রেঞ্জ ফোনে এই আপডেট এসে পৌঁছেছে। এবার গত বছর অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হওয়া Realme 7i স্মার্টফোনও অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Android 11 based realme ui 2.0) আপডেট ঢুকতে শুরু করলো। নতুন আপডেট চলে আসার ফলে Realme 7i-এ একগুচ্ছ পরিবর্তন দেখা যাবে।

এগুলির মধ্যে অন্যতম হল গেম খেলার সময় ইমারসিভ গেমিং মোড। আবার স্মার্টফোনে গেম খেলার সময় গেম অ্যাসিস্ট্যান্ট কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, Realme 7i-এর জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেটে প্রিলোডেড ফটো এডিটিং ফিচার এবং পারমিশন ম্যানেজারে  অপ্টিমাইজেশন যুক্ত হচ্ছে।

সফটওয়্যার আপডেটটি Realme 7i-তে সিস্টেম ক্লোনার এবং লক স্ক্রিনে এমার্জেন্সি ইনফমেশন ডিসপ্লে করার সক্ষমতাও নিয়ে আসছে। আবার আপডেটে লো ব্যাটারি মেসেজ ফিচার নিয়ে আসা হয়েছে। ব্যাটারির পাওয়ার যদি ১৫ শতাংশের নিচে নেমে যায়, তাহলে জরুরী অবস্থায় এই ফিচারটি ব্যবহার করে লোকেশন ডিটেলস সহ নির্দিষ্ট কনট্যাক্টে মেসেজ পাঠানো যাবে।

রিয়েলমি ৭আই-এর জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেটটির সাইজ ৮০১ এমবি ও ভার্সন RMX2103_11_C.05। ওরবসাইটে ব্লগ পোস্টের 4 মাধ্যমে রিয়েলমি আপডেটের কথা অফিসিয়ালি জানিয়েছে। টুইটার এবং রিয়েলমি কমিউনিটি ফোরামে ইতিমধ্যেই একাধিক রিয়েলমি ৭আই ব্যবহারকারী তাঁদের ফোনে অ্যান্ড্রয়েড ১১ পাওয়ার কথা জানিয়েছেন। ব্যাচ ধরে যেহেতু আপডেট রোলআউট হচ্ছে। তাই প্রত্যেক স্মার্টফোনে এটি পৌঁছাতে একটু সময় নিতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন