YouTube: নতুন ইউটিউবারদের জন্য সুখবর, চলে এল আপনার পছন্দের ফিচার

আপনি কি ক্রিয়েটর হিসেবে ইউটিউবের (YouTube) রঙিন দুনিয়ায় পা রাখতে চলেছেন? অথবা YouTube চ্যানেল থাকলেও উপযুক্ত পরিমাণে সাবস্ক্রাইবার বা অনুসরণকারীর অভাবে ভিডিও বানাতে ভয় পাচ্ছেন? চিন্তা নেই, কারণ আপনার মতো নতুন ক্রিয়েটরদের পাশে দাঁড়াতে এবার YouTube নিয়ে এলো চমৎকার এক ফিচার। ‘New to You’ নামের এই ফিচার নবীন ইউটিউব ক্রিয়েটরদের সামনে তুলে আনতে সাহায্য করবে। এর মাধ্যমে YouTube দর্শকেরা অনেক বেশি পরিমাণে নবীন ক্রিয়েটরদের ভিডিও ও বাছাই করা তাজা কনটেন্ট দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) ডিভাইস, ডেস্কটপ এবং টেলিভিশনে ইউটিউবের Homepage থেকে ‘New to You’ ফিচারটি অ্যাক্সেস করা যাবে।

নতুন ফিচার ব্যবহারের জন্য ইউটিউবের টপিক বারে ‘ইউ টু ইউ’ বিকল্প যোগ করা হয়েছে। এখানে ক্লিক করলেই নবীন ক্রিয়েটরদের ভিডিও আগ্রহীর ডিভাইস স্ক্রিনে ভেসে উঠবে। তাই নয়া ফিচারের অন্তর্ভুক্তি নবীন ভিডিও প্রস্তুতকারকদের কাছে পরিচিতি অর্জনের এক বড় সুযোগ। কারণ এর ফলে তাদের কনটেন্ট আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। এভাবে অনেক নতুন চ্যানেল ও প্রতিভা দর্শক আনুকূল্য লাভ করবে বলে আমাদের ধারণা।

আসলে দর্শকের পুরোনো পছন্দ-অপছন্দ স্মরণে রেখেই ইউটিউব তাকে অন্যান্য কনটেন্ট দেখার সুপারিশ করে। এদের সাধারণত ‘রেকমেন্ডেড ভিডিও’ বলা হয়। অনেক সময় এই রেকমেন্ডেড ভিডিওগুলি দর্শকের নজরে পড়লেও ঘুরে ফিরে বারবার তারা স্ক্রিনে এসে হাজির হয়। এর ফলে নবীন ক্রিয়েটরদের ভিডিও অনেক পিছনে পড়ে থাকে এবং দর্শকেরা সেগুলি দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি হ্রাস পায়, সেজন্যেই ইউটিউবে আলোচ্য ‘New to You’ ফিচার সংযোজন করা হয়েছে বলে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের দাবী।

অবগতির জন্য জানিয়ে রাখি, New to You ফিচার অ্যাক্সেস করতে হলে আগ্রহীকে অবশ্যই ইউটিউবে লগ-ইন করতে হবে। এরপর নিজের মোবাইলে YouTube Homepage রিফ্রেশ করলেই টপিক বারে ‘New to You’ সেকশন তার চোখে পড়বে।