Tata Tiago EV: যে পাঁচ কারণে দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি সকলের নয়নের মণি হয়ে উঠেছে

গত সেপ্টেম্বর মাসে বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় সাড়া জাগিয়ে টাটা মোটরস (Tata Motors) লঞ্চ করেছিল Tiago EV হ্যাচব্যাক গাড়ি। এটি ছাড়াও সংস্থার ঝুলিতে রয়েছে Tata Nexon EV, Nexon EV Max এবং Tigor EV। আবার Altroz EV লঞ্চের পরিকল্পনা করছে টাটা। যে পাঁচ কারণে Tata Tiago EV সকলের নয়নের মণি হয়ে উঠেছে , এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Tata Tiago EV ভারতের সর্বাধিক সাশ্রয়ী ইভি

এখনও পর্যন্ত Tiago EV দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জানুয়ারি থেকে গাড়িটির ডেলিভারি শুরু হবে। এর মূল্য ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং ১১.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

Tata Tiago EV নতুন ফোর স্টার রেটেড প্ল্যাটফর্ম

সুরক্ষার দিক থেকে টাটা কখনোই আপোস করে না। ৮ Tiago EV চার তারার সুরক্ষার মানপ্রাপ্ত। এতে রয়েছে ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ডায়নামিক গাইডলাইন যুক্ত রিভার্স ক্যামেরা, i-TMPS এবং IP67 রেটেড ব্যাটারি প্যাক ও মোটর।

Tata Tiago EV ব্যাটারি

টাটা টিয়াগো ইভি-তে থাকছে দুটি আলাদা ব্যাটারি প্যাক অপশন। এদের মধ্যে একটি হল ২৪ কিলোওয়াট আওয়ার, যা ফুল চার্জে ৩১৫ কিমি পথ চলতে সাহায্য করবে। আর অন্যটি হল এর ছোট সংস্করণ ১৯.২ কিলোওয়াট আওয়ারের। যা ২৫০ কিমি রেঞ্জ অফার করবে।

Tata Tiago EV চার্জিং অপশন

টাটা টিয়াগো ইভি চার ধরনের চার্জিং অপশনের সঙ্গে এসেছে। এগুলি হল বাড়িতে চার্জ দেওয়ার জন্য ১৫ অ্যাম্পিয়ারের সকেট, ৩.৩ কিলোওয়াটের এসি চার্জার, ৭.২ কিলোওয়াটের এসি হোম চার্জার এবং ডিসি ফাস্ট চার্জার। ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জারে ব্যাটারিটি ৫৭ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।

Tata Tiago EV ফিচার

টিয়াগো ইভি-এর ফিচারের তালিকায় উপস্থিত – ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো সহ সমস্ত ধরনের সংযুক্তিকরণ প্রযুক্তি এতে উপলব্ধ রয়েছে। এমনকি Tiago EV তে দেওয়া হয়েছে মাল্টিমোড রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, যা সর্বপ্রথম Nexon EV Max এ দেখা গিয়েছিল।

এর পাশাপাশি ক্লাইমেট কন্ট্রোল, রেন সেন্সিং ওয়াইপার, অটোমেটিক হেডল্যাম্প, স্টার্ট/স্টপ বোতাম ও ক্রুজ কন্ট্রোল এই সমস্ত কিছুই থাকছে এতে। যাত্রীগণের সুরক্ষার্থে দেওয়া হয়েছে ইবিডি সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা ও সিট বেল্ট রিমাইন্ডার।