Hero-র পর ভারতে একে একে বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে Yamaha, Suzuki, Honda-রা, দেখুন লিস্ট

এদেশের বাজার খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে ব্যাটারি পরিচালিত যানবাহনের দিকে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ এই কাজকে আরো ত্বরান্বিত করেছে। তবে এই মুহূর্তে ভারতের ব্যাটারি চালিত দুই চাকার জগতে সিংহভাগই নানা ধরনের দেশীয় স্টার্টআপ সংস্থার দখলে। আজ Hero MotoCorp-এর প্রথম লঞ্চ ধরলে পরিচিত টু-হুইলার নির্মাতাদের মধ্যে TVS, Bajaj, ও তাদের বাদে তেমনভাবে আর কোনো সংস্থার হাতে ইলেকট্রিক স্কুটার নেই বললেই চলে। তবে তাড়াতাড়িই এই অবস্থার পরিবর্তন হতে চলেছে। পেট্রোল চালিত দু’চাকা নির্মাণের জন্য প্রসিদ্ধ সংস্থাগুলি একে একে বৈদ্যুতিক স্কুটার ভারতে লঞ্চ করবে। এই প্রতিবেদনে রইল তাদের লিস্ট।

Honda Electric Scooter

জাপানীয় এই সংস্থার এদেশের বুকে সবচেয়ে জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা ব্র্যান্ডের অধীনেই লঞ্চ হতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। বিভিন্ন ধরনের চার্জিং অপশন যুক্ত এই বৈদ্যুতিক স্কুটার চার্জে পরিপুষ্ট অবস্থায় ১০০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম হবে। হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারটির আনুমানিক মূল্য ১.১৫ লাখ টাকা হবে। খুব শীঘ্রই এর সম্পর্কে বিশদে জানতে পারবো আমরা।

Yamaha Electric Scooter

ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করার পর আগামী বছর খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে Yamaha Neo ইলেকট্রিক স্কুটার। একে চলার শক্তি যোগাবে ২.৫ কিলোওয়াট এর বৈদ্যুতিক মোটর যা ১৩৬ এনএম টর্ক উৎপাদন করতে পারে। শক্তি ভান্ডার হিসেবে দেওয়া হয়েছে ১৯.২ অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। ১.২৫-১.৩০ দামের মধ্যে লঞ্চ ভারতে লঞ্চ হতে চলা এই ব্যাটারি চালিত স্কুটারটি Ather 450X এর এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Suzuki Burgman Electric Scooter

এদেশের আনাচে-কানাচে সুজুকি বার্গম্যান ইলেকট্রিক স্কুটারটিকে টেস্টিং করতে দেখা গিয়েছে। খুব শীঘ্রই ভারতীয় লঞ্চ হতে পারে এটি। অত্যন্ত অ্যাগ্রেসিভ লুকের ডিজাইন ও আকর্ষণীয় ফিচার নিয়ে অবতীর্ণ হতে চলেছে এই ব্যাটারি চালিত স্কুটারটি। যদিও এই স্কুটারটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এর বাস্তবিক রেঞ্জ ১০০ কিমি/চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে।

TVS iQube ST Electric Scooter

iQube এর নতুন সংস্করণ লঞ্চের পর এখন তাদের পরবর্তী ইলেকট্রিক স্কুটার iQube ST লঞ্চ করা নিয়ে প্রবল আগ্রহী তামিলনাড়ু কেন্দ্রিক টু-হুইলার নির্মাতা TVS। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের রাস্তায় দৌড়ে বেড়াবে আইকিউবের সবচেয়ে দামী ভ্যারিয়েন্টটি। এমনকি আগামী দু-বছরের মধ্যে আরও কয়েকটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে তাদের। iQube ST সম্পূর্ণ চার্জে ১৪০ কিমি পথ ছুটতে সক্ষম। এছাড়াও এতে থাকছে ৭ ইঞ্চির কালার টাচস্ক্রিন ড্যাশবোর্ড ও ফাস্ট চার্জিং এর সুযোগ। চারটি আলাদা রঙের কম্বিনেশনে এটি মিলবে।

Bajaj Chetak Electric Scooter

বাজার চেতক এদেশের ইলেকট্রিক স্কুটারের জগতে পথপ্রদর্শক বলা চলে। আর এই আইকনিক স্কুটারটি এবার নতুন আপডেট নিয়ে বাজারে আসতে চলেছে। নতুন ডিজাইন আধুনিক ফিচার, অতিরিক্ত রেঞ্জ ও আরো অনেক বৈশিষ্ট্য নিয়ে ভারতবাসীকে চমক দিতে প্রস্তুত চেতকের আধুনিক সংস্করণ। এছাড়াও সাশ্রয়ী মূল্যে আরও একটি নতুন বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে বাজাজ। এতে থাকবে ছোট ব্যাটারি প্যাক।