দেশের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ফের ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত, বিশদ জেনে নিন

চীনের সাথে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার পর বিগত দু-বছরে কয়েকশো চীনা অ্যাপ্লিকেশন ব্যান করেছে ভারত সরকার। সেই নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনের নাম। কিন্তু দুই দেশের সম্পর্ক যে আরও তলানিতে গিয়ে ঠেকেছে, তা সাম্প্রতিক রিপোর্ট থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল। সংবাদসংস্থা ANI-র টুইট অনুযায়ী, দেশের নিরাপত্তা ও সুরক্ষার খাতিরে আবারো ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত সরকার। যদিও নিষিদ্ধ অ্যাপগুলির (অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশনগুলি ব্যান হবে) কোনো অফিসিয়াল তালিকা এখনও পাওয়া যায়নি।

তবে ANI-এর টুইট বলছে, এই ৫৪টি চীনা অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে –
Beauty Camera: Sweet Selfie HD,
Beauty Camera – Selfie Camera,
Equalizer & Bass Booster,
CamCard for SalesForce Ent,
Isoland 2: Ashes of Time Lite,
Viva Video Editor,
Tencent Xriver,
Onmyoji Chess,
Onmyoji Arena,
AppLock এবং Dual Space Lite-এর মত পরিচিত অ্যাপ।

প্রসঙ্গত, এর আগে PUBG Mobile, TikTok, Weibo, WeChat, AliExpress-এর মতো শত শত বহুল জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ২০২০ সালের নভেম্বরে কেন্দ্র সরকার, আইটি অ্যাক্টের (IT Act) ৬৯এ ধারার অধীনে একটি আদেশ জারি করে ৪৩টি মোবাইল অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হয় যে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা এবং জনসাধারণের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর – এমন কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার মতো চরম পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারও আগে ২০২০ সালের ২৯ জুন, ভারত ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল MEITY এবং ২ সেপ্টেম্বর, আইটি অ্যাক্টের ৬৯এ ধারার অধীনে আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা যেভাবে দিন-কে-দিন বেড়েই চলেছে, তাতে ভবিষ্যতে ভারতকে যে আগামী দিনে এই ধরনের আরও নানা পদক্ষেপ নিতে দেখা যাবে, সেকথা বলাই বাহুল্য।