হাজার টাকা ছাড়, ফিচারে ঠাসা Infinix Note 11S ও Infinix Hot 11S আকর্ষণীয় অফারে কেনার সুযোগ

ইউজারদের সুবিধার্থে সারা বছর ধরেই ফ্লিপকার্ট (Flipkart) যে একের পর এক দুর্দান্ত সেল নিয়ে হাজির হতে থাকে, সেকথা আর আমাদের কারোরই অজানা নয়। এবার সামনেই আসছে প্রজাতন্ত্র দিবস, এবং সেই উপলক্ষে Flipkart-এ অনুষ্ঠিত হতে চলেছে Big Saving Days Sale (বিগ সেভিং ডেজ সেল)। এই সেলটি আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে, এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তবে প্রাইম মেম্বাররা ১৬ জানুয়ারি, অর্থাৎ আজ থেকেই এই সেলের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।

কেনাকাটা করতে আমরা কমবেশি সবাই ভালবাসি। আর সেল মানেই ছাড়ের ছড়াছড়ি, অর্থাৎ অত্যন্ত সস্তায় পছন্দমতো জিনিসটি পকেটস্থ করার সুযোগ হাতের মুঠোয় চলে আসা। সেক্ষেত্রে আপনি যদি Infinix (ইনফিনিক্স)-এর একটি নজরকাড়া স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আসন্ন Flipkart Big Saving Days সেলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুবর্ণ সুযোগ। কারণ নামজাদা স্মার্টফোন নির্মাতা Infinix তাদের দুটি জনপ্রিয় স্মার্টফোন Infinix Hot 11s (ইনফিনিক্স হট ১১এস) এবং Infinix Note 11s (ইনফিনিক্স নোট ১১এস)-এ ফ্লিপকার্টের এই সেলে বিশাল ছাড় দেবে বলে ঘোষণা করেছে। আসুন সংস্থার কোন ফোন কত টাকায় কেনা যাবে জেনে নেওয়া যাক।

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে Infinix Hot 11S-এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১০,৯৯৯ টাকার পরিবর্তে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১১,৯৯৯ টাকার বদলে ১০,৯৯৯ টাকায় পকেটস্থ করার সুযোগ রয়েছে। অন্যদিকে, Infinix Note 11S-এর ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে গেলে ক্রেতাদের ১৩,৯৯৯ টাকার পরিবর্তে ১২,৯৯৯ টাকা খরচ করতে হবে। আবার, ইনফিনিক্স নোট ১১এস-এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Infinix Hot 11S-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১১এস স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ, স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৫ শতাংশ, এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর রয়েছে, সেইসাথে লেটেস্ট Android 11 ভিত্তিক XOS 7.6-এর সাপোর্টও পাওয়া যাবে। ইনফিনিক্স হট ১১এস স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, উপরন্তু সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Infinix Note 11S-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ১১এস স্মার্টফোনে দেখা যাবে ৬.৯৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেইসাথে এতে Dar-Link 2.0 গেম বুস্ট টেকনোলজি সাপোর্ট করবে। ইনফিনিক্স নোট ১১এস স্মার্টফোনে একটি ৫০ এমপি প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট সহ এসেছে। এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।