এক চার্জে 307 কিমি! অবিশ্বাস্য ফিচার্স নিয়ে দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক Ultraviolette F77 নভেম্বরে লঞ্চ হবে

এখনও পর্যন্ত ভারতের দ্রুততম ইলেকট্রিক মোটরসাইকেল হিসেবে আসন্ন Ultraviolette F77 সম্পর্কে এতদিন আপামর দেশবাসী ধোঁয়াশার আড়ালে ছিল। আল্ট্রাভায়োলেট (Ultraviolette)-এর তরফে ২৪ নভেম্বর বাইকটির লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করা হলেও এর বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্যই নিশ্চিতভাবে সামনে আসেনি। তবে এবারে ব্যাটারি চালিত বাইকটির রেঞ্জ সহ বৈশিষ্ট্যগত কিছু হদিশ প্রকাশ করেছে আল্ট্রাভায়োলেট। যা বাস্তবে চমকে দেওয়ার মতো! ২৩ অক্টোবর থেকে F77-এর বুকিং গ্রহণ শুরু হতে চলেছে। যার জন্য দিতে হবে ১০,০০০ টাকা।

Ultraviolette F77 প্রথম পর্যায়ে বেঙ্গালুরুতে লঞ্চ করবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও পা রাখবে মোটরসাইকেলটি। সংস্থার দাবি এতে ব্যবহার করা হয়েছে একটি হালকা ওজনের ফ্রেম। যেটি হালকা অথচ শক্তিশালী। আবার এতে ব্যবহৃত ইলেকট্রিক মোটরটি আগের চাইতে ৩০ শতাংশ হালকা এবং দৃঢ়। যা চালককে বেশি স্থিতিশীলতা প্রদান করবে।

উপরিউক্ত আপডেটগুলি ছাড়াও Ultraviolette F77-এ রয়েছে আপডেটেড ব্যাটারি প্যাক। যাতে কিনা এরোস্পেস টেকনোলজি এবং কনজিউমার টেকনোলজি একটিমাত্র প্যাকেজে মিলবে। ব্যাটারি ট্রান্সমিশন আরও উন্নততর পারফর্ম্যান্স দেওয়ার মত করে নির্মিত হয়েছে। এতে উপস্থিত আপডেটেড সুইংআর্ম। তবে সবচেয়ে আকর্ষণের বিষয় হল মোটরসাইকেলটির রেঞ্জ। মডিউলার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থেকে ৩০৭ কিমি পথ অতিক্রম করার শক্তি অর্জন করতে পারবে বলে দাবি করেছে আল্ট্রাভায়োলেট।

সংস্থার তরফে জানানো হয়েছে ব্যাটারি প্যাক এর ভেতরে রয়েছে একটি অ্যালুমিনিয়াম কেসিং, যা এ যাবৎ বাজারে উপলব্ধ ইলেকট্রিক টু-হুইলারের মধ্যে বৃহত্তম। Ultraviolette F77-এ আবার প্যাসিভ এয়ার কুলিং এবং পাঁচ মাত্রার সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল তাদের এই বাইকটি গত পাঁচ বছরের কঠোর গবেষণার ফল। এমনকি বাইকটি লঞ্চের আগে ১৯০টি দেশ থেকে কমপক্ষে ৭০ হাজার অগ্রিম বুকিং আশা করছে সংস্থা। এটি এয়ার স্ট্রাইক, লেসার এবং শ্যাডো – এই তিনটি ভ্যারিয়েন্টে হাজির হবে।