Royal Enfield এর মুকুটে নতুন পালক, Meteor 350 ব্রিটেনের বেস্ট সেলিং মোটরসাইকেলের খেতাব পেল

ক্রুজার বাইকের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একটি অতি প্রখ্যাত সংস্থা। এদের Classic, Bullet, Meteor-এর মতো মডেলগুলিকে একাই বাজার কাঁপাতে দেখা যায়। ভারতের বাজারে গৌরবের শিখরে অধিষ্ঠান করছে সংস্থাটি। তবে এবারে ব্রিটেনের বাজারেও বিক্রির নিরিখে সাড়া জাগালো রয়্যাল এনফিল্ড। তাদের Meteor 350 ‘বেস্ট-সেলিং’ মোটরসাইকেলের তকমা জিতে নিল সে দেশে। চলতি বছরের প্রথম সাত মাসে ১২৫ সিসির উপরে বিক্রির দিক থেকে সবচেয়ে এগিয়ে এটি। বিগত বেশ কয়েক বছর পর এই সেগমেন্টে দাপট দেখিনো BMW R 1250 GS-এর একাধিপত্যে রাশ টানতে সক্ষম হয়েছে Royal Enfield Meteor 350। পরিসংখ্যান বলছে, ২০২২-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১,১৩৫ ব্রিটিশ বেছে নিয়েছেন এই ক্রুজার বাইক।

উল্লেখ্য, গত বছর ব্রিটেনের বাজারে লঞ্চ হয়েছিল Meteor 350। এটি ছাড়াও রয়্যাল এনফিল্ডের Interceptor 650 ও Himalayan মডেল জোড়ার চাহিদাও যথেষ্ট রয়েছে। ৩৫০ সিসির মিটিওর ৩৫০-র সে দেশে তেমন কোনো মূল প্রতিপক্ষ নেই। J সিরিজ ইঞ্জিন এবং নতুন ডবল ক্র্যাডেল চাসিসের উপর ভিত্তি করে তৈরি প্রথম মডেল হিসেবে ব্রিটেনের বাজারে পা রেখেছে বাইকটি। কম্পন হ্রাস এবং মাইলেজ বাড়ানোর জন্য এতে রয়েছে প্রাইমারি ব্যালেন্সার শ্যাফ্ট ও ওভারহেড ক্যামশ্যাফ্ট।

Meteor 350-র ৩৫০ সিসি J-সিরিজ ইঞ্জিনটি থেকে ৬,১০০ আরপিএম গতিতে ২০.২ বিএইচপি শক্তি এবং ২,৪০০ থেকে ৪,৫০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই একই ইঞ্জিন ভারতের Royal Enfield Classic 350-তে ব্যবহার করা হয়েছে। এদেশে যেটি সংস্থার প্রায় ৮০% বিক্রিতে অবদান রাখে। আবার ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া রেট্রো স্টাইলের Hunter 350 রোডস্টারেও ওই একই ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ব্রিটেন, ইউরোপ, উত্তর আমেরিকা সহ একাধিক দেশে বিক্রি করবে রয়্যাল এনফিল্ড।

অবগতির জন্য জানিয়ে রাখি, ভারতের Meteor 350 মডেলটি ব্রিটেনে লঞ্চ করা হয়েছে। সে দেশের বাজারে এর মুকুটে নতুন পালক যোগ হওয়ার খবর জানিয়েছে সংস্থা। অন্যদিকে ২০২১-এ ব্রিটেনে ১২৫ সিসির উপরে Interceptor 650 ছিল চতুর্থ বেস্ট-সেলিং মোটরসাইকেল। আবার সে দেশে Himalayan ADV-র চাহিদাও চোখে পড়ার মতো। বর্তমানে BMW R 1250 GS-এর পর দ্বিতীয় সর্বাধিক বিক্রিত অ্যাডভেঞ্চার বাইক।