দেশের সবচেয়ে দ্রুততম ও শক্তিশালী ইলেকট্রিক বাইক লঞ্চ হবে আর কিছুক্ষণ পর, এক চার্জে ছুটবে 307 কিমি

ভারতের দ্রুততম বৈদ্যুতিক স্পোর্টস বাইক হিসেবে Ultraviolette F77 লঞ্চ হবে আর কিছুক্ষণের মধ্যে। ২৫ নভেম্বর দিনটিকে সেই মাহেন্দ্রক্ষণ হিসেবে ধার্য করার ঘোষণা এসেছিল গত মাসেই। কয়েখ সপ্তাহ আগেই বৈদ্যুতিক বাইকটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এনেছিল আল্ট্রাভায়োলেট (Ultraviolette)। ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারের কারণে এরমধ্যেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এটি।

TVS Motor-এর বিনিয়োগ থাকা আলট্রাভায়োলেট অটোমোটিভের দাবি, তারা গত পাঁচ বছর ধরে F77-এর নির্মাণের কাজ চালিয়েছে। বর্তমানে ১০,০০০ টাকার বিনিময়ে বাইকটি বুকিং করা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – লেজার, এয়ারস্ট্রাইক এবং শ্যাডো। যেগুলিতে বিভিন্ন স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের তারতম্য লক্ষ্য করা যাবে।

F77 হালকা ওজনের ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা উচ্চ গতিবেগ এবং সহজ হ্যান্ডলিংয়ের প্রতিশ্রুতি দিয়েছে। প্রাথমিক পর্যায়ে তৈরি মডেলটির তুলনায় চূড়ান্ত মডেলটি ৩০ শতাংশ হালকা বলে জানিয়েছে আল্ট্রাভায়োলেট। যে কারণে এটি রাইডারের আরও বেশি স্থিতিশীলতা এবং সুরক্ষা বজায় রাখবে।

উপরিউক্ত আপডেটগুলি ছাড়াও Ultraviolette F77-এ রয়েছে আপডেটেড ব্যাটারি প্যাক। যাতে কিনা এরোস্পেস টেকনোলজি এবং কনজিউমার টেকনোলজি একটিমাত্র প্যাকেজে মিলবে। ব্যাটারি ট্রান্সমিশন আরও উন্নততর পারফর্ম্যান্স দেওয়ার মত করে নির্মিত হয়েছে। এতে উপস্থিত আপডেটেড সুইংআর্ম। তবে সবচেয়ে আকর্ষণের বিষয় হল মোটরসাইকেলটির রেঞ্জ। মডিউলার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থেকে ৩০৭ কিমি পথ অতিক্রম করার শক্তি অর্জন করতে পারবে বলে দাবি করেছে আল্ট্রাভায়োলেট।

সংস্থার তরফে জানানো হয়েছে ব্যাটারি প্যাকের ভেতরে রয়েছে একটি অ্যালুমিনিয়াম কেসিং, যা এ যাবৎ বাজারে উপলব্ধ ইলেকট্রিক টু-হুইলারের মধ্যে বৃহত্তম। Ultraviolette F77-এ আবার প্যাসিভ এয়ার কুলিং এবং পাঁচ মাত্রার সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এদিকে বিশ্বের ১৯০টি দেশ থেকে বাইকটির অগ্রিম বুকিং ৭০,০০০ পার করেছে বলে জানিয়েছে সংস্থা। এবং এই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *